আদমদীঘিতে যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:১৯ পিএম, ১০ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:১৪ পিএম, ২ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেমের সুস্থ্যতা কামনা করে আদমদীঘি উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর উপজেলা বাসষ্ট্যান্ড জামে মসজিদের এই দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান লিখন, বিএনপি নেতা ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, যুবদল নেতা আরিফুল হক রুমান, আনোয়ার হোসেন জীবন, সিহাব উল হক চৌধুরী, জুয়েল হোসেন, আলম হোসেন, আবুল বাসার, তামিম হোসেন, রুহুল আমিন, হাফিজ আল আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ আলী দেওয়ান, শরিফুল মোল্লা, সোহেল, আল আমিন, ছাত্রদল নেতা মহিবুল ইসলাম শাকিব, রাহুল হাসান বাপ্পি, ইসতিয়াক আহম্মেদ শিহাব, জাহিদুল ইসলাম প্রমূখ।