খুলনায় মন্দিরে দুস্কৃতিকারীদের হামলায় বিএনপি মহাসচিবের নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ পিএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৫৭ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
খুলনা জেলাধীন রুপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে চারটি মন্দিরে দুস্কৃতিকারীদের হামলা এবং স্থানীয় হিন্দু মালিকানাধীন কিছু দোকান ভাংচুরের ন্যাক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও ধিক্কার জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্মগত কোন হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্মের মানুষ কোন ধরণের বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মকর্ম পালন করে থাকে। ঐতিহ্যগতভাবেই এদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতি, স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী।
গত ০৬ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় খুলনার রুপসা উপজেলার ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে মসজিদে মাগরিবের নামাজের আযান চলাকালে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তনকে কেন্দ্র করে বাদানুবাদের প্রেক্ষিতে স্থানীয়ভাবে আলোচনার মাধ্যমে সেই ঘটনার মিমাংসা হয়। কিন্তু পরের দিন উদ্দেশ্যমূলকভাবে কিছু চিহ্নিত ব্যক্তি ঐ গ্রামের কয়েকটি মন্দিরে ও হিন্দু মালিকানাধীন কিছু দোকান ও বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়।
ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর হামলা, বাড়ীঘরে অগ্নিসংযোগ অশুভ উদ্দেশ্য নিয়েই সংঘটিত হচ্ছে। এদেশের জনগণ এখন এক ভয়ংকর দু:সময়ের মধ্যে দিনাতিপাত করছে। সরকার সাম্প্রদয়িক সম্প্রীতির জন্য বড় বড় কথা বললেও তা রক্ষায় ব্যর্থ হচ্ছে বলেই ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়ীঘরে হামলা হচ্ছে। শুরু থেকেই যথার্থ পদক্ষেপের মাধ্যমে এই সাম্প্রাদায়িক সংঘাত বন্ধ করতে পারলে তা অব্যাহত থাকতো না।
ঐক্যবদ্ধ শক্তির প্রবল সাহসের কাছে কখনোই কোন অশুভ শক্তির উত্থান সম্ভব নয়। যারা ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্মম হামলা চালাচ্ছে তারা মানবজাতির শত্রু। আমি খুলনার রুপসা উপজেলাধীন ঘাটভোট ইউনিয়নের শিয়ালী গ্রামে মন্দিরে হামলা ও হিন্দু ধর্মাবলম্বীদের দোকানপাটসহ বাড়ীঘর ভাংচুরের কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।
এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে নির্দোষ কেউ যেন হয়রানীর শিকার না হয়, সেজন্য প্রশাসনকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি। "