তারেক রহমানের নির্দেশে করোনা আক্রান্ত মানুষের সেবায় কাজ করছেন ছাত্রদল নেতা মশিউর রহমান রনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:০৭ পিএম, ৯ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৩৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
তারেক রহমানের নির্দেশে করোনা মহামারীর ছোবলে আক্রান্ত মানুষের সেবায় নিরলসভাবে কাজ করছেন ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি।
গতকাল রবিবার (৮ আগস্ট) মজলুম মিলনায়তন নারায়ণগঞ্জ জেলা বিএনপির গঠিত করোনা হেল্প সেন্টারের চলমান কার্যক্রমের দ্বিতীয় দিনে হেল্প সেন্টার পরিচালনা উপ-কমিটির আহবায়ক এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক জাহিদ হাসান রোজেল নেতৃত্বে ছাত্রদল ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাগ্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা বিএনপির সদস্য একরামুল কবির মামুন, জেলা বিএনপির সদস্য রুহুল আমিন শিকদার, রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, সহ-সভাপতি তারিকুল ইসলাম তারেক, যুগ্ম সম্পাদক ইসমাইল খান, যুগ্ম সম্পাদক রাসেল রানা, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক কামাল হেসেন, জেলা ছাত্রদলের নেতা জিয়াউল হক জিয়া, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুদুর রহমান, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিনুর রহমান ফতুল্লা থানা ছাত্রদলের নেতা জুম্মন, ফারুক, সাকিব প্রমুখ।
রবিবার সকালে হেল্প সেন্টারের আহবায়ক জাহিদ হাসান রোজেল জেলা ছাত্রদলের বিভিন্ন থানা ছাত্রদলের একঝাঁক নেতাকর্মী সাথে নিয়ে হেল্প সেন্টারে যোগ দিয়ে করোনা রোগীদের সেবায় কর্মব্যস্ত দিন পার করেন।
এ সময় হেল্প সেন্টারে কর্মরত জেলা ছাত্রদলের সভাপতি রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনায় আক্রান্ত মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসা সামগ্রী পৌঁতে দিতে অঙ্গীকারাবদ্ব। তার নির্দেশনা বাস্তবায়নে জেলা ছাত্রদলের প্রত্যেক ইউনিটকে জেলা বিএনপি নেতৃবৃন্দের পাশে থেকে হেল্প সেন্টারের কাজকে এগিয়ে নেয়ার জন্য প্রস্তুত রেখেছেন।
রনি আরো বলেন, আগামীর দেশনায়ক তারেক রহমান সুদুর লন্ডনে থেকে দেশের মানুষের কথা ভেবেই বিএনপি নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমূর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগিতা সংগঠনের নেতাকর্মীরা সম্মিলিত ভাবে সাধারণ মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমত সহযোগিতা করার জন্য আজ থেকে চলমান করোনাকালীন সহযোগিতায় নিরলসভাবে কাজ করে যাবো।