পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি কাজী হারুনুর রশিদের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৪৯ পিএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫১ এএম, ২৯ সেপ্টেম্বর,রবিবার,২০২৪
পটুয়াখালী জেলা শ্রমিক দলের বর্তমান সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কাজী হারুনুর রশিদ মনু গতরাত সাড়ে ১২টায় পটুয়াখালী সদর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। কাজী হারুনুর রশিদ মনু এর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রবিবার (৮ আগস্ট) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন মরহুম কাজী হারুনুর রশিদ মনু। একজন বলিষ্ঠ ও দক্ষ সংগঠক হিসেবে তিনি পটুয়াখালী জেলা শ্রমিক দলকে সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে মনেপ্রাণে কাজ করে গেছেন।
এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। সংগঠনের জন্য তার দায়িত্ববোধ ও ভূমিকার কারণে তিনি শ্রমিক দলের স্থানীয় নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
আমি কাজী হারুনুর রশিদ মনু'র রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।"