নাটোরে গ্রেপ্তারের দেড় ঘণ্টায় যুবলীগ নেতার জামিন, শোডাউন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ পিএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০১:১৮ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
অর্থঋণ আদালতের চারটি মামলায় গ্রেপ্তার হওয়ার দেড়ঘণ্টার মধ্যেই জামিন পেলেন নাটোর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি ওরফে এহিয়া।
গতকাল শনিবার (৭ আগস্ট) বিকেলে জামিন পাওয়ার পর তিনি মোটরসাইকেল শোডাউন নিয়ে বেরিয়ে আসেন।
এহিয়া চৌধুরিকে নিয়ে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ দলীয় নেতা কর্মীরা মোটরসাইকেল শোডাউন করে আদালত চত্বর থেকে শহরের কানাইখালি এলাকার এহিয়ার ব্যাক্তিগত অফিসে আসেন।
এরআগে শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের কানাইখালি চালপট্টি এলাকার নিজ বাড়ি থেকে বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়াকে গ্রেপ্তার করে নাটোর সদর থানা পুলিশ।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, ঢাকার অর্থঋণ আদালতের চারটি মামলায় ওয়ারেন্ট ছিল বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়ার বিরুদ্ধে। বিকেল সাড়ে ৪টার দিকে সদর থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে বিকেল ৫টার দিকে আদালতের কাছে এহিয়া চৌধুরিকে হাজির করা হয়। এ সময় চারটি মামলা জামিন যোগ্য হওয়ার কারণে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবু সাঈদ তার জামিন মঞ্জুর করেন।
তবে আগামী ১৫দিনের মধ্যে ঢাকার আদালতে হাজির হয়ে জামিন নিয়ে নাটোর আদালতকে অবগত করার নির্দেশও দেন।
এসময় নাটোর আদালত চত্বরে উপস্থিত ছিলেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাটোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ দাসসহ দলীয় নেতা-কর্মীরা।
এ বিষয়ে নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, যুবলীগ নেতা এহিয়ার নামে যে চারটি মামলার ওয়ারেন্ট ছিল তার সবগুলো মামলাই জামিনযোগ্য। বিচারক মামলার তথ্য ও ধারা বিশ্লেষণ করে এহিয়া চৌধুরিকে জামিন মঞ্জুর করেছেন।