মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়ার উদ্যোগে রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৭ পিএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২০ এএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান, রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মাহবুব আলী খান স্মৃতি সংসদ মালয়েশিয়ার উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে করা হয়েছে। সভাপতিত্ব করেন মোঃ মাহবুব আলম শাহ, সংগঠনের আহ্বায়ক ও সিনিয়র সহ-সভাপতি বিএনপির মালয়েশিয়া।
প্রধান অতিথি : বেগম ইকবাল মান্দ বানু। প্রধান আলোচক : সাবেক মন্ত্রী ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিশেষ অতিথি : সাবেক সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজমুদ্দিন আলম, সংসদ সদস্য বগুড়া-৪ মোহাম্মদ মোশাররফ হোসেন (এমপি), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রফেসর এ কে এম ওয়াহিদুজ্জামান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নির্বাহী কমিটির সদস্য সরাফত আলী সফু, প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলী খান স্মৃতি সংসদ সভাপতি কেন্দ্রীয় কমিটি আহমেদ সাদিক, সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি শিরিন সুলতানা, মাহবুব আলী খানের পরিবার-পরিজনবর্গ সভায় উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সুলতানা আহমেদ, আমেরিকা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবু, সিনিয়র নেতা মালয়েশিয়া বিএনপি মোহাম্মদ শহিদুল্লাহ শহিদ, সাবেক ভিপি বাকসু ও সহ-সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি (বরিশাল বিভাগ) ড. হাসনাত আলী মাহাবুবুল হক নান্নু, মহিলা দল নেত্রী অঞ্জনা আলম। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শামীম আহমেদ যুগ্ম-আহ্বায়ক উলামাদল মোঃ সাখাওয়াত হোসেন, সহ-সভাপতি বিএনপি মালয়েশিয়া ওলিউল্লাহ জাহিদ বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বিএনপি মালয়েশিয়া।
বক্তব্য রাখেন : মালয়েশিয়া বিএনপির নেতা ডক্টর ফয়জুর রহমান, আব্দুল রহিম ভূইয়া, বিএনপির নেতা একেএম মাজারুল ইসলাম পান্না, মোঃ ইকবাল হোসেন, যুবদল নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মো জাহাঙ্গীর আলম খান সভাপতি যুবদল ও মালয়েশিয়া যুববিষয়ক সম্পাদক বিএনপির মোহাম্মদ নাসির উদ্দিন নাসির, সাবেক সভাপতি যুবদল মালয়েশিয়া মোঃ মিনহাজ মন্ডল, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএনপির মালয়েশিয়া।
উপস্থিত ছিলেন মো নাজমুল হাসান, খালিদ হাসান রিপন, শেখ মোঃ সেলিম, মোঃ শাহিন, শেখ মোঃ জালাল মোশারফ হোসেন, শেখ মোঃ তুহিন সবুজ হাওলাদার মালয়েশিয়া, শাহ আলম শাখা যুবদল সভাপতি মোঃ বাদশাহ মিয়া। মালয়েশিয়া বান্দার বুকিট পুচং শাখা যুবদল সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, মো আমিনুল ইসলাম বিপ্লব সাধারণ সম্পাদক মাজোজায়া শাখা মালয়েশিয়া যুবদল বিএনপির বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে যারা উপস্থিত মনির রানা শাহী, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ফারুক বিল্লাল, আরমান, নবীউল্লাহ, মহসিন, কবির, সোহাগ, সবুজ, জাকারীয়া।
বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বরুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ আবু কাউছার ভূঁইয়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বহির্বিশ্ব থেকে অনেক নেতৃবৃন্দ।
বুকিট বিন্টাং জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহেরের নেতৃত্বে মালয়েশিয়া বিভিন্ন এতিমখানায় কোরআন খতম দেওয়া হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মোঃ আবু তাহের ইমাম জামে মসজিদ বুকিট বিন্টাং।