রামগঞ্জে বিএনপির করোনা হেল্প লাইন থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও মাক্স বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০৩ পিএম, ৬ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৮:১৫ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
রামগঞ্জে বিএনপির করোনা হেল্প লাইন কার্যক্রম থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও মাক্স বিতরণ করা অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় দ্বিতীয় ধাপে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর সভায় জনসাধারন ও করোনা রোগিদের সেবা দেয়ার জন্য ৪ টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ হাজার মাক্স ইউনিয়ন ও পৌর ওয়ার্ড দলীয় নেতাদের হাতে তুলে দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভিপি।
তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে রামগঞ্জ উপজেলা বিএনপি করোনা মহামারীতে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত। বিএনপি করোনা সূচনা লগ্নে থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। সে সেবা এখনো চলমান রয়েছে। বিএনপি সবসময় গণমানুষের পাশে দাঁড়ায়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন মোল্লা, সদস্য সচিব আলমগীর হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট তোফাজ্জল হোসেনের বাচ্চূ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহিন আলম মুন্না, সদস্য সচিব রাকিব হাসান, সাবেক ছাত্রদল নেতা মোরশেদ আলম প্রমুখ।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রামগঞ্জের কলেজ রোড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে করোনা পর্যবেক্ষণ ও হেল্প লাইনটি ঢাকা থেকে ভিডিও কনফারেন্স মাধ্যমে বর্তমান উপজেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দীন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।