আ. লীগের নামে ভুঁইফোঁড় সংগঠন দমন করা হবে - রাজ্জাক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৪ এএম, ৬ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:২১ এএম, ৫ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, যারা আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করতে চাচ্ছে। যারা আওয়ামী লীগের নামে ভুঁইফোঁড় সংগঠন করেন, কার্ড ছাপিয়ে, প্যাড ছাপিয়ে অর্থবৃত্ত করতে চাচ্ছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভায় আয়োজন করে।
আব্দুর রাজ্জাক বলেন, আমাদের কঠোর হতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এককভাবে এদের দমন করলে হবে না। দল হিসেবে আমাদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। কঠোর হস্তে আপোসহীনভাবে তাদের মোকাবিলা করতে হবে। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে ১৯৪৯ সালের ২৩ জুন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে অনেক জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাক বা না থাক, আওয়ামী লীগ সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল।
তিনি বলেন, সকল ইস্যুতে জাতীয়, আন্তর্জাতিক বিষয়ে আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করেনি। ’৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র স্বৈরাচার আইয়ুববিরোধী আন্দোলন, ৬ দফার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা পরবর্তী স্বৈরাচারবিরোধী আন্দোলন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় আন্দোলন করেছে। আওয়ামী লীগ চলে গণতান্ত্রিক ভিত্তিতে। একমাত্র আওয়ামী লীগ তিন বছর পরপর যথা সময়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সম্মেলন করে। গঠনতন্ত্রের বাইরে আওয়ামী লীগে কিছু করার সুযোগ নেই।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি চলে বেগম খালেদা জিয়ার নির্দেশে। বেগম খালেদা জিয়া নির্দেশ দিলে আজকে অমুকে দলের মহাসচিব, কালকে নাও থাকতে পারে। এরশাদ চিঠি দিয়ে জাতীয় পার্টির মহাসচিব নির্ধারণ করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে কোনগুলো আমাদের সহযোগী সংগঠন। গঠনতন্ত্রের বাইরে চাকরি জীবী লীগ, প্রচার লীগ, প্রজন্ম লীগ থাকার সুযোগ নেই। আওয়ামী লীগের অনেক ঐতিহ্য রয়েছে, ভূঁইফোড় সংগঠন আওয়ামী লীগের গায়ে কালিমা লেপন করতে পারবে না বলেও যোগ করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনা করেন।