নাগরিকের দুর্ভোগে সরকারকে অবশ্যই মানবিক আচরণ করতে হবে - সাবেক মেয়র মনি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১০ এএম, ৫ আগস্ট,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:০৩ এএম, ১০ নভেম্বর,রবিবার,২০২৪
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি বলেছেন, নাগরিকের দুর্ভোগে সরকারকে অবশ্যই মানবিক আচরণ করতে হবে। সরকারের একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে করোনা মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশে করোনাভাইরাসে মৃত্যু, সংক্রমণ অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলেছে। করোনা মহামারীতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বেড়ে যাওয়ায় বেড়েছে আইসিইউর চাহিদা। সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে একই চিত্র। কোথাও নেই আইসিইউ বেড। একটি আইসিইউ বেডের জন্য অপেক্ষা করতে হচ্ছে। করুণ বাস্তবতা হচ্ছে একজন রোগীর মৃত্যু পর কেবল আইসিইউ বেড পাচ্ছে অপেক্ষারত অসংখ্য রোগীদের কেউ একজন।
আজ বুধবার দুপুর পৌনে ২টায় নগরীর ৩০নং ওয়ার্ডের গেদনপাড়া এলাকায় লকডাউনে ক্ষুধার্ত সাড়ে ৩শ’ মানুষের মাঝে মহানগর বিএনপির পক্ষ থেকে রান্না খাবার বিতরণকালে তিনি এ কথা বলেন।
সাবেক মেয়র আরো বলেন, গণটিকা দেয়ার ক্ষেত্রে সরকারকে আরো বেশি আন্তরিক হতে হবে। খুলনা সিটি কর্পোরেশনে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস এখানে টিকা কেন্দ্র বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে ওয়ার্ডে ওয়ার্ডে ভোট কেন্দ্রকে গণটিকা কেন্দ্র করতে হবে। নিজ নিজ ভোট কেন্দ্র থেকে মানুষ টিকা গ্রহন সহজ হবে। অন্যথায় অতীতের মত আবারো হযবরল অবস্থা দেখা দিবে।
খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, চৌধুরি হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, তৌহিদুল ইসলাম খোকন, নুরুল হুদা খান বাবু, ফিরোজ আহমেদ, এবাদুল ইসলাম, সেলিম বড়মিয়া, সাজ্জাদ হোসেন জিতু, রবিউল ইসলাম রবি, আবু তালেব, তুহিন ইসলাম, মাসুদ রুমী, কাজী সেলিম, মোজাম্মেল হোসেন, জিল্লুর রহমান, এস এম মনির, বাহার প্রমূখ।