সিরাজগঞ্জ বিএনপি করোনা হেল্প সেন্টারে রোগীদের ভীড়, দেওয়া হচ্ছে ব্যবস্হাপত্র, ঔষুধ ও অক্সিজেন সিলিন্ডার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৫ পিএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ১১:১৮ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
সিরাজগঞ্জ জেলা বিএনপির করোনা হেল্প সেন্টার থেকে প্রতিদিন সকাল, বিকাল ও রাতেও করোনা মহামারির বিপদগ্রস্ত অসহায় মানুষের প্রতি চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির জাতীয় করোনা পর্যবেক্ষণ সেলের আহবায়ক সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু'র তত্তাবধানে অর্ধমাস আগে স্থাপিত সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টারে প্রতিদিন রোগীদের ভীড় বাড়ছে, দেওয়া হচ্ছে ব্যবস্হাপত্র ও প্রয়োজনীয় ঔষুধপত্রাদি।
বিএনপি করোনা হেল্প সেন্টারের হট লাইনে কল করলেই রোগীর বাড়ীতে পৌঁছে দেওয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। সিরাজগঞ্জ সদর হাসপাতালে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ ও সাবেক পৌর মেয়র মনজুর হাসান মাহমুদ খুশীর পক্ষ থেকে দেওয়া হয়েছে ৪টি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি অফিসে করোনা হেল্প সেন্টারে এখনও অনেক অক্সিজেন সিলিন্ডার রয়েছে এবং আরও সংযুক্ত করার প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিমধ্যেই সিরাজগঞ্জ বিএনপির অফিস করোনা হেল্প সেন্টার থেকে চলনবিল অধ্যুষিত তাড়াশের প্রত্যন্ত গ্রামের এক করোনা রোগীর ও কামারখন্দ উপজেলার পিতৃহীন করোনা আক্রান্ত এক কিশোরীর চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়েছে এবং সিরাজগঞ্জ শহরের কয়েকটি মহল্লায় করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন পাঠানো হয়েছে।
এদিকে আজ শনিবার ( ৩১ জুলাই) দুপুরে বেলকুচি উপজেলার মোকন্দগাঁতী গ্রামের করোনা আক্রান্ত এক গৃহিণীর চিকিৎসার জন্য জেলা বিএনপি করোনা হেল্প সেন্টার থেকে স্হানীয় বেলকুচি বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার পাঠানো হয়।
এ সময় উপস্হিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রনজন, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মাজেদুল হক তালুকদার রতন, হেল্প সেন্টারের চিকিৎসক ডাঃ রাহাত ও স্বাস্থ্যসেবাকারী রাজু আহমেদ।
স্হানীয় বেলকুচি উপজেলা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন গোলাম আজম, এডভোকেট মনোয়ার হোসেন বাবু ও মিয়া শামীম। এছাড়া সকাল থেকেই করোনা হেল্প সেন্টারে আগত রোগীদের ব্যবস্হাপত্রসহ ঔষুধ দেওয়া হয়।