সাধ্যের সবটুকু দিয়ে করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়ান- টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৬ পিএম, ৩১ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৫০ এএম, ২৯ অক্টোবর,মঙ্গলবার,২০২৪
বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধ্যের সবটুকু দিয়ে করোনা মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ শনিবার (৩১ জুলাই) তিনি ভার্চুয়ালি রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
তিনি আরো বলেন, রাজশাহী বিএনপির উর্বর ভূমি তাই রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মানুষের প্রতি দ্বায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।
জাতীর এই দুর্বিষহ ক্রান্তিলগ্নে আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন চলমান খাদ্য সহায়তার পাশাপাশি দরিদ্রদের বিনা মূল্যে করোনার ঔষধ সেবা ও মুমূর্ষু রোগিকে অক্সিজেন সেবা দেওয়ার। সেই লক্ষ্যে প্রতিটি মহানগর ও জেলায় আমরা করোনা সহায়ক কেন্দ্র খুলছি।
টুকু বলেন, করোনা আয়ত্ত্বে না আসা পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি বিএনপির প্রতিটি নেতাকর্মীকে স্বাস্থ্যবিধি মেনে এই কার্যক্রম গুলোতে সক্রিয় থাকার আহবান জানান।
বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও রাজশাহী মহানগর করোনা হেল্প সেন্টার এর প্রধান সমন্বয়ক মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এড. শফিকুল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহীপরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ। বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাইদুর রহমান পিন্টু, আসলাম সরকার, ওয়ালিউল হক রানা আবুল কালাম আজাদ সুইট জাকির হোসেন রিমন, জনি প্রমুখ।