বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলার দুস্থ মানুষের স্বাস্থ্য সেবায় জয়ের উদ্যোগে করোনা হেল্প সেন্টার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩০ পিএম, ২৮ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:২২ এএম, ১০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৪
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলার দুস্থ মানুষের স্বাস্থ্য সেবার লক্ষ্যে জয়ের উদ্যোগে করোন হেল্প সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়।
আজ বুধবার বিকালে রিয়াজকাজীলেন সুত্রাপুরস্থ সামিয়ানায় বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়ের সভাপতিত্বে করোনা হেল্প সেন্টারের কার্যক্রম উদ্বোধন করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ড্যাব বগুড়া জেলা শাখার সভাপতি আধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, ড্যাব সভাপতি বগুড়া জেলা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডাঃ শাহ মোহাম্মাদ শাজাহান আলী আরো বক্তব্য রাখেন বগুড়া জেলা যুব দলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, শাজাহানপুর উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অটল,শাজাহানপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হাসান আলী আকন্দসহ গাবতলী ও শাজাহানপুর উপজেলার বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেখ্য, গত ১৯ শে জুলাই তারিখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার কর্তৃক করোনাকালীন স্বাস্থ্যসেবার উপরে প্রশিক্ষণের মাধ্যমে গাবতলী ও শাজাহানপুর উপজেলার যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ভলেন্টিয়ার দের কে সাথে নিয়ে সামিয়ানা করোনা হেল্প সেন্টারের কার্যক্রম শুরু হয়েছিল। গত ১৯ শে জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ৮দিনে এই করোনা হেল্প সেন্টার এর মাধ্যমে ১৪১ জন রোগীকে স্বাস্থ্য সেবা এবং প্রায় একশত রোগীকে ৪০,০০০ হাজার টাকার ঔষধ প্রদান করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে করোনা হেল্প সেন্টারের পরিচালক ১৪১ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষার ফরম এবং ওষুধের প্রেসক্রিপশন ও বিভিন্ন তথ্যাবলী প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু র হাতে তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বারের সিনিয়র এডভোকেট এটিএম ফিরোজ ১০,০০০ হাজার টাকার ও দক্ষিণপাড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক নেতা সানোয়ার ১০,০০০ হাজার টাকার মূল্যের ঔষধ এই করোনা হেল্প সেন্টার কে অনুদান হিসেবে প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন এটি একটি মহতি উদ্দেগ্য তাই এই করোনা হেল্প সেন্টারের পরিচালক জয়কে সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন এবং তার এই করোনা হেল্প সেন্টারের কাজ দেখে বিএনপির নেতৃবৃন্দ সন্তেষ প্রদান করেন।