জামালপুর জেলা যুবদল নেতা শিবলী নোমানকে গ্রেফতারের প্রতিবাদে নীরব-টুকু'র নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩৭ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৩৭ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে জাতীয়তাবাদী যুবদল জামালপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক ও জামালপর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, শিবলী নোমান ইদ্রীস কে বিনা কারণে পবিত্র ঈদ উল আজহার সময় এবং অপ্রতিরোধ্য করোনায় দেশের মানুষ যখন চরম আতংকিত ঠিক তখনই চাল চুরি, মুজিব বর্ষের গরীবদের ঘর দেওয়ার নামে ৭২ থেকে ৭৫ এর মুজিব শাসন আমলের মত অবাধ লুটপাট থেকে জামালপুরের মানুষের দৃষ্টি অন্যত্র সরানোর জন্য গভীর রাতে বিনা ভোটে নির্বাচিত স্থানীয় সাংসদ মির্জা আজমের নির্দেশে জামালপুর জেলা যুবদলের ক্রীড়া সম্পাদক ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক, শিবলী নোমান ইদ্রীস কে জনতার রোষানলের ভয়ে ভোর রাতে চোরের মত অবৈধ সরকারের পদলেহনকারী দূর্ণিতীগ্রস্থ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে অবৈধ অর্থ আদায়ের জন্য নির্মম নির্যাতন করে।
নীরব-টুকু সকল ষড়যন্ত্র বাদ দিয়ে অবিলম্বে শিবলী নোমান ইদ্রীস কে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।