কেন্দ্রীয় মহিলা দলের সদস্য হোসনে আরা মমতাজের মৃত্যুতে মহিলা দলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৩২ পিএম, ২২ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১২ এএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
জাতীয়তাবাদী মহিলা দল-সাতক্ষীরা জেলা শাখার সভানেত্রী ও কেন্দ্রীয় মহিলা দলের সদস্য হোসনে আরা মমতাজ আজ সকালে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। হোসনে আরা মমতাজ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এবং সহ-সভাপতি নেওয়াজ হালিমা আরলী।
আজ বৃহস্পতিবার (২২ জুলাই) এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, "সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুমা হোসনে আরা মমতাজ জাতীয়তাবাদী মহিলা দল-সাতক্ষীরা জেলা শাখার একজন বলিষ্ঠ ও কর্মদক্ষ নেত্রী হিসেবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে মনেপ্রাণে কাজ করেছেন। জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকার জনগণ ও মহিলা দলের স্থানীয় নেতাকর্মীদের নিকট ছিলেন একজন জনপ্রিয় ও প্রাণপ্রিয় নেত্রী। কেন্দ্রীয় মহিলা দলের একজন সক্রিয় সদস্য হিসেবেও তার অবদান অনস্বীকার্য। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। হোসনে আরা মমতাজ এর মৃত্যুতে আমরা তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি- মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাচ্ছন্ন পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমা হোসনে আরা মমতাজ এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।