জামালপুরে অসহায় মানুষের মাঝে জেলা বিএনপির ঈদ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৫ পিএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৬:৫৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী দিয়েছে জামালপুর জেলা বিএনপি।
আজ মঙ্গলবার (২০ জুলাই) দুপুরে শহরের স্টেশন রোডে বিএনপি কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
এ সময় প্রায় চার শতাধিক অসহায় মানুষের মাঝে চাল, সেমাই, চিনি, তেল ও দুধ বিতরণ করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, গাউসুল আজম শাহীন, পৌর বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপি নেতা এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন অভিযোগ করে বলেন, মহামারী করোনার মধ্যেও সরকারী দলের নেতাকর্মীরা জনগনের নামে টাকা-পয়সা লুটপাট করে খাচ্ছে। তারা জনগণের পাশে না থেকে লুটপাটে ব্যস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় ১৪ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে। কিন্তু তার পরও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন দুর্যোগ সময়ে বিএনপির নেতাকর্মীরা অসহায় জনগণের পাশে ছিলেন এখনও রয়েছেন আগামীতেও থাকবেন।
তিনি আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।