করোনায় জনসাধারণের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১৫ এএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:২৮ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
মহামারী করোনায় জনসাধারণের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশনায় দেশব্যাপী করোনা মহামারীতে বিপর্যস্ত জনসাধারণের পাশে চিকিৎসা সহায়তা নিয়ে দাড়ানোর ধারাবাহিকতায় বগুড়া ৭ আসনের (গাবতলি,শাহজাহানপুর উপজেলা) ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা পৌছে দেবার উদ্দেশ্য আজ সোমবার বিকালে বগুড়া পৌরসভার সুত্রাপুরস্থ সামিয়ানায় বগুড়া জেলার গাবতলী শাজাহানপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভলেন্টিয়ার সদস্য হিসেবে যোগদান করেন গাবতলী ও শাজাহানপুর উপজেলার যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ। বগুড়ার কর্মশালার পরিচালনা করেন বিএনপি নেতা সাজ্জাদুজ্জামান সিরাজ জয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ভলেন্টিয়ার দেরকে করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন বিষয়ে এবং ইউনিয়ন পর্যায়ে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভার্চুয়াল প্রশিক্ষণ প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুগ্ম-মহাসচিব ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ডাঃ শাহ মুহম্মদ আমান উল্ল্যাহ, ডা সাজিদ সাংগঠনিক সম্পাদক ড্যাব কো অর্ডিনেটর জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডাঃ জুবায়ের আবেদিন সদস্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডাঃ শাহেদ রিজন সদস্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন, ডাঃ মাহফুজুর রহমান শিমুল সদস্য ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন।