করোনা সঙ্কটে সহযোগিতার মানসিকতা নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০১ এএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:২০ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দ্বিতীয় বছরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ হার বহুগুণ বেড়েছে। সেই সাথে সরকার করোনা মহামারী থেকে মানুষকে রক্ষার জন্য লকডাউন, সাট ডাউন ইত্যাদি ঘোষণা করলেও দেশের দরিদ্র দিনমজুর নিম্নবিত্ত মানুষের খাবারের সমস্যার কোনো সমাধান করেনি। যা অমানবিক ও মৌলিক অধিকারের পরিপন্থী।
বিশেষভাবে খুলনা মহানগরীর দিনে আনে দিনে খায় স্বল্প আয়ের মানুষের জন্য এ সাটডাউন বা লকডাউন মরার উপরে খড়ার ঘা হিসেবে পরিণত হয়েছে। একদিকে ক্ষুধার যন্ত্রণা ও পরিবার পরিজনের ভরণপোষনের ব্যবস্থা করতে গিয়ে এসব মানুষ দূর্বিষহ জীবন যাপন করছেন। এমতাবস্থায় মানুষের জন্য সাহায্য সহযোগিতার মানসিকতা নিয়ে চলমান করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য সামর্থবান সকলকে এগিয়ে আসতে হবে।
আজ সোমবার (১৯জুলাই) নগরীর ২৭ ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন করোনাকালীন প্রায় দেড়বছর বিএনপি একটি মানবিক ও কল্যাণকামী রাজনৈতিক সংগঠন হিসেবে আর্ত-মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আমরা বিএনপি কলসেন্টারের মাধ্যমে শত শত মানুষকে সহায়তা দিয়ে আসছি। সাধারণ মানুষদের সেবা দেয়ার জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি অক্সিজেন সিলিন্ডার সরবরাহসহ আর্থিক ও নানাবিধ সহযোগিতা কর্মসূচি অব্যাহত রয়েছে।
মঞ্জু আরও বলেন, আসন্ন কোরবানির ঈদের মধ্যে এবার মানুষ নানাবিধ সঙ্কটের ভেতর দিয়ে জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় সকলের উচিৎ স্ব স্ব অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করা। চলমান কোভিড-১৯ মোকাবেলায় সরকারসহ দল মত নির্বিশেষে সকলে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, হাসান মেহেদী রিজভি, রবিউল ইসলাম রবি, মিজানুর রহমান মিলটন, নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মাদ আলী, জাকারিয়া লিটন, হান্নান শেখ, মোফাজ্জেল হোসেন, মাজেদা খাতুন, শামীম আশরাফ, মাসুদ রেজা, আল আমিন তালুকদার প্রিন্স, শাহাদাৎ হোসেন, সাজ্জাত হোসেন জিতু, ইউনুছ শেখ, মনি হাওলাদার, মো. শাহিন প্রমূখ।