চট্টগ্রামবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৬ এএম, ২০ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৯:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহবায়ক ডা. শাহাদাত হোসেন ঈদুল আযহার এক শুভেচ্ছা বার্তায় চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বাণীতে ডা. শাহদাত হোসেন বলেছেন, ঈদ অর্থ খুশি, কিন্তু বাংলাদেশের মানুষ করোনা দুর্যোগের পাশাপাশি জেল, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, গুম, গণতন্ত্র হত্যা, ভোট ডাকাতির সংস্কৃতি, মানবাধিকার লংঘনসহ সব মিলিয়ে দেশের মানুষের মনে আনন্দ নেই, ঈদের আনন্দ থেকে বঞ্চিত।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার মর্মার্থ উপলব্ধি করতে হলে পশু কোরবানির মধ্য দিয়ে নিজের মনের পশুত্বকে কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় ভাস্বর হতে হবে। পবিত্র ঈদুল আযহায় আমি চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। আপনার মস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, জনগণের দল বিএনপি সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ঈদুল আজহায় আপনাদের বাড়ি যাত্রা পথে আবশ্যয় মাস্ক পরিধান করবেন, সামাজিক দূরত্ব বজায় রাখাবেন এবং যানজটমুক্ত নিরাপদে বাড়িতে পৌঁছে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন সেই কামনা করেন।
তিনি আজ সোমবার (১৯ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমে ঈদুল আযহার এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন।