টিকা নিলেন বেগম খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৩৭ পিএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৫:০৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
আজ সোমবার (১৯ জুলাই) বিকেল ৩টা ৫৫ মিনিটে রাজধানীর মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি করোনার টিকা গ্রহণ করেন।
এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। সরেজমিনে দেখা যায়, সেখানে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের ভিড়ের কারণে খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হয়নি। গাড়িতে বসিয়েই তাকে করোনার টিকা দেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা। গত ১২ জুলাই খালেদা জিয়া টিকা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। গতকাল রোববার তার টিকার এসএমএস আসে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হন। পরে ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রথমে টেষ্ট করতে গেলে তাকে ভর্তি করা হয়। সেখানে ৫৪ দিন চিকিৎসা গ্রহণ শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন সাবেক এই প্রধানমন্ত্রী ।