দেশবাসীকে বিএনপির ঈদুল আজহার শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:১৭ এএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ১২:৩৯ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি।
আজ রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শুভেচ্ছা জানান।
মির্জা ফখরুল বলেন, ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশের মানুষকে ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। সেই সাথে আমি এই করোনার সময়ে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আপনারা সকলে যাতে সুস্থ থাকেন সেই দোয়া আমি করছি। বেগম খালেদা জিয়া কবে টিকা দেবেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটা ওনার চিকিৎসকরা বলতে পারবেন।
এর আগে আজ বেগম খালেদা জিয়ার টিকা দেয়ার ফিরতি এসএমএস এসেছে। জানা গেছে, ঈদের আগেই তিনি টিকা নেবেন।
গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপসের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ওয়েবসাইটে বেগম খালেদা জিয়ার টিকার স্থান মহাখালী ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল লেখা হয়েছে।
বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন ৭৬ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন গুলশানের ‘ফিরোজা’য় ফেরেন। এভারকেয়ার হাসপাতালে ওই সময়ে করোনা ঝুঁকি দেখা দেয়ায় তাঁকে বাসায় স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে।
গত ১৪ এপ্রিল বেগম খালেদা জিয়া করোনায় আক্রান্ত হন। প্রথম তিন সপ্তাহ তাঁর চিকিৎসা চলে গুলশানে। পরে কোভিড জটিলতা দেখা দিলে তাঁকে ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে।