চাঁপাইনবাবগঞ্জে বিএনপির করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০৪ এএম, ১৯ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৭:০৬ এএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির উদ্যোগে করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করা হয়। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, সর্ববৃহৎ রাজনৈতিক দলের কর্মী হিসাবে করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব। তিনি আরো বলেন, এদেশের প্রতিটি সংকটে বিএনপি জনগণের পাশে ছিল।
আজ রবিবার এ করোনা সহায়ক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
গত বছর ২ কোটি মানুষের কাছে আমরা সাহায্য পৌঁছে দিতে পেরেছিলাম। এবারও আগের মতো ব্যবস্থা নিয়েছি। প্রতিটি জেলায় আমাদের দলের অফিসে হেল্প সেন্টার চালুর ব্যবস্থা করা হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্তদের অক্সিজেন, প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য সামগ্রী দেওয়া হচ্ছে। আমরা যে যা পারি সীমিত সামর্থ্যরে মধ্যে মানুষকে সহযোগিতার ব্যবস্থা করেছি। আমাদের উপর গত ১২ বছরে অমানুষিক নিপীড়ন চালানোর পড়েও আমরা করোনা রোগীদের পাশে আছি এবং কাজ করে যাচ্ছি। করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ঊর্ধ্বগতিতে সারা দেশে বিএনপির জেলা কার্যালয়গুলোকে কেয়ার সেন্টার হিসেবে গড়ে তোলা হচ্ছে। দলের পক্ষ থেকে প্রতিটি জেলায় একটি করে হেল্প সেন্টার স্থাপন করা হবে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক এড. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন। অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
জুম মিটিং এ আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম জাকারিয়া জাকা, আলহাজ্ব রফিকুল ইসলাম, মওলানা আব্দুল মতিন, ওবায়েদ পাঠান প্রমুখ।