সিরাজগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা মির্জা মোরাদুজ্জামানের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:২২ পিএম, ১৮ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৩:৩৮ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আজ রবিবার (১৮ জুলাই) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মজলুম জননেতা মাওলানা ভাসানীর সহচর বিএনপির প্রতিষ্ঠাকালীন কেন্দ্রীয় নেতা সিরাজগঞ্জ সদর আসনের প্রয়াত সংসদ সদস্য বর্ষীয়ান জননেতা মোরাদুজ্জামানের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকালে সিরাজগঞ্জের পৌর মালসাপাড়া কবরস্থানে সাবেক এমপি মরহুম মির্জা মোরাদুজ্জামানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা হাফেজ মাওলানা জোবায়ের।
এর আগে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হাসান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল হাসান রতন, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মিলন ইসলাম খান ও মরহুম মোরাদুজ্জামানের জ্যেষ্ঠ ছেলে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান ও মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদের সিনিয়র সদস্য মোঃ আকতার হোসেন।
মরহুম মির্জা মোরাদুজ্জামান স্মৃতি সংসদ আয়োজিত কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এনামুল হক, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, ছোনগাছা ইউনিয়ন বিএনপির আহবায়ক, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন শেখ, কাজিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব, তথ্য বিষয়ক সম্পাদক দুলাল হোসেন, আকাশ খন্দকার সহ- সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, ১২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন পারভেজ, মোঃ তাইবুল হাসান যুগ্ম-সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত শুক্রবার ধানবান্ধিস্থ বিএল হাইস্কুল রোড জামে মসজিদ মরহুমের পরিবারের পক্ষ থেকে কোরানখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়া রবিবার বাদ আসর সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে মরহুম মির্জা মোরাদুজ্জামানের বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে কোরানখানি, বাদ মাগরিব দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মির্জা মোরাদুজ্জামান ১১ মার্চ ১৯৩৯ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃতঃ মির্জা জহির উদ্দিন। মির্জা মোরাদুজ্জামান বায়ান্নর ভাষা আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করে তৎকালীন ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন থেকে ১৯৫৭ সালে মাওলানা ভাসানী প্রতিষ্ঠিত ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন।
সিরাজগঞ্জ মহকুমা ন্যাপের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে সিরাজগঞ্জ মহকুমার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন সময়ে যোগ দিয়ে তিনি জাতীয় নির্বাহী কমিটি'র আহবায়ক কমিটি'র প্রতিষ্ঠাতা সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সাংসদ হিসেবে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে নিজেকে মনোনিবেশ করেন। তিনি ১৯৯৫ সালের ১৮ জুলাই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।