আদমদীঘিতে তারেক রহমানের নির্দেশে ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৭ এএম, ১৭ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০৩:২৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলার প্রায় ২ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা এবং মানবিক সেবা প্রদানের লক্ষ্যে নর্দান ন্যাশনালিষ্ট ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (NNWA) এর পক্ষে থেকে চিকিৎসা সামগ্রী ঔষধ, মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরনের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামে এসব সামগী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক বুলবুল ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপি'র আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র মুজিবর রহমান, আদমদীঘি উপজেলা শ্রমিক দলের সভাপতি কামরুল হাসান মধু, আদমদীঘি উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ফরিদুল হক মুক্তা, কুন্ডুগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা মজনু তালুকদার, আদমদীঘি উপজেলা বিএনপি'র নেতা আবু মোতালেব, ওহাব বুলু, দুলাল হোসেন, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা, কোরবান আলী, মুকুল খলিফা, রহমত আলী, জামিল হোসেন, ওয়ালিউল ইসলাম, রিয়ন সরকার, ওমর ফারুক রতন, বগুড়া জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আদমদীঘি উপজেলা ছাত্রদল নেতা রাকিব হাসান, মারুফ সরদার, জিল্লুর রহমান প্রমুখ।