ঈশ্বরগঞ্জে নদীতে মাছের পোনা অবমুক্ত করেছে মৎস্যজীবী দল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৫৮ পিএম, ১৫ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৫১ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে রুই, কাতল, মৃগেল জাতের পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার প্রাণ কেন্দ্র দিয়ে বয়ে যাওয়া কাঁচা মাটিয়া নদীতে ওই পোনামাছ অবমুক্ত করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় পোনামাছ অবমুক্ত করেছে দলের সদস্যরা। দলীয় নেতাকর্মীরা জানান, উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের চাষ বাড়াতে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
পোনামাছ অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, সদস্য সচিব আশিকুর রাজ্জাক উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক সালমান আহমেদ সাদেক প্রমুখ।