ফরিদপুরের বোয়ালমারীতে মাদকসহ যুবলীগের তিন নেতা-কর্মী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫০ পিএম, ১৩ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:০৩ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আওয়ামী লীগ সভাপতির ছেলে এবং যুবলীগ নেতাসহ তিন ব্যাক্তিকে গ্রেপ্তার কারছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল।
গতকাল সোমবার বিকেলে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ওই তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যাক্তি হলেন, চতুল ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পোয়াইল গ্রামের হাসমত মাতুব্বরের ছেলে একই ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল শেখ (২৫), চতুল ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম (২৬) ও ইউনিয়ন যুবলীগের কর্মী মাহাবুব শেখ (২৬)।
এ ব্যাপারে মঙ্গলবার র্যাবের সিপিএ বিএম ইউসুফ আলী বাদী হয়ে গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যাক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় একটি মামলা করেছেন।
ফরিদপুর র্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালনো হয়। গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যাক্তির কাছ থেকে ৫০ টি ইয়াবা বড়ি, ৮৮০ গ্রাম গাঁজা, দুটি সীমকার্ডসহ চারটি মুঠোফোন জব্দ করা হয়।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত র্কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, মঙ্গলবার দুপুরে র্যাবর হাতে মাদকসহ গ্রেপ্তার হওয়া ওই তিন ব্যাক্তিকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।