সিরাজগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৫৯ পিএম, ১২ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০২:৩৪ এএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
আজ সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়। সকাল ১১ টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হেল্প সেন্টারের উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির করোনা পর্যবেক্ষণ জাতীয় কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি জনগণের দল তাই জনগণের যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোয় বিএনপির প্রতিটি নেতাকর্মীর প্রধান কর্তব্য। সরকারের উদাসিনতা ও ব্যর্থতায় বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে বিএনপি সরকারকে এ বিষয়ে সতর্ক ও প্রযোজনিয় ব্যবস্থা গ্রহনের আহ্বান জানিয়েছিল। তারা তা কর্ণপাত করেনি বলেই বাংলাদেশের জনগন আজ মহামারির মুখোমুখি দাঁড়িয়ে। যেখানে সরকার ও তাদের নেতারা উদাসিন সেখানে করোনার শুরু থেকে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে দাঁডিয়েছে। বিএনপির নেতাকর্মীরা তাদের সীমিত সাধ্যের মধ্যেও অতিপ্রয়োজনীয় অক্সিজেন ও ঔষধ করোনা রুগিদের বাড়িবাড়ি পৌঁছে দিচ্ছে।
টুকু বিএনপির প্রতিটি নেতাকর্মীকে স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম গুলো বিগত দিনের মতো চলমান রেখে আরো বেগবান করার আহবান জানান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার ও ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ।
জুম মিটিং এ আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আজিজুর রহমান দুলাল, আনিসুজ্জামান পাপ্পু, নাজমুল হাসান তালুকদার রানা, ওমর কৃষ্ণ দাস, রকিবুল হাসান রতন, জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শামসুল আলম, সিনিয়র যুগ্ম-সম্পাদক ভিপি শামীম খান,
যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাংবাদিক হারুনর রশীদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার চৌধুরী মিঠু, সহ-দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, সহ সাধারণ সম্পাদক আকাশ খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক শাকিল শেখ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আকাশ শেখ প্রমুখ।