যুবদল নেতা রকিব ও ইমতিয়াজ কে গ্রেফতারে কেন্দ্রীয় কমিটির নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৩৯ এএম, ১১ জুলাই,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২৮ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এক বিবৃতিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রকিব ও মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন নবী কে বিনা কারণে করোনা কালীন মহামারীর সময় গ্রেফতার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, মন্ত্রী, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের চরম লুটপাটের কারণে বিশ্ব মহামারী করোনা মোকাবেলায় চরমভাবে ব্যার্থতা, গরীবের ত্রাণের চাল চুরির পর গরীবের ঘর কেলেঙ্কারীর ব্যার্থতা থেকে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য বিনা কারণে এই মহামারীর মধ্যে যুবদল নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে।
নীরব-টুকু বলেন, বিশ্বের সকল লুটেরা স্বৈরাচারী শাসকগোষ্ঠী মনে করে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়ে লুটপাটের মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ ও ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে আসলে এক সময় তাসেরঘরের মত সব ধসে পরে।
আমরা স্বৈরচারী সরকারকে বলতে চাই যতই নিপীড়ন নির্যাতন চালান সময় এর জবাব ঠিকই দিবে তাই এসব অপতৎপরতা না চালিয়ে অবিলম্বে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি লোকমান হোসেন রকিব ও মুন্সিগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন নবী কে নিঃশর্ত মুক্তি দিন।