সাংবাদিক মোস্তফা কামাল ও বিএনপি নেতা বাদশাহ সরদারের মৃত্যুতে রকিবুল ইসলাম বকুলের শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:১৭ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:১৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
দৈনিক যুগান্তর পত্রিকার খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার এবং খুলনা মহানগরীর অন্তর্গত খালিশপুর থানার আলমনগর এলাকা নিবাসী মোস্তফা কামাল আহমেদ (৫১) গতকাল ৮ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক দিবাগত রাত ২টায় কোভিড-১৯ (করোনা ভাইরাসে) রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রকিবুল ইসলাম বকুল বলেন, "সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের মাধ্যমে সাংবাদিকতা পেশাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল আহমেদ। তার মৃত্যুতে খুলনার সাংবাদিক সমাজ হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। তার অকাল এই প্রয়াণে পরিবারের সদস্যদের মত আমরাও গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন মোস্তফা কামাল আহমেদের ইহজাগতিক সকল অপরাধ ক্ষমা করে তাকে জান্নাতবাসী করেন। আমিন।"
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী সদস্য বাদশাহ সরদার (৬৫) গতকাল ৮ জুলাই (বৃহস্পতিবার) আনুমানিক দিবাগত রাত ৩ঃ৩০টায় স্ট্রোকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
প্রবীণ বিএনপি নেতা বাদশাহ সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।