সালথা থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতির মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৪৬ পিএম, ৯ জুলাই,শুক্রবার,২০২১ | আপডেট: ১১:১৩ পিএম, ১৯ নভেম্বর,মঙ্গলবার,২০২৪
ফরিদপুর জেলাধীন সালথা থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাওয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার কবির হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল ফরিদপুরে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার (৯ জুলাই) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, "মরহুম আতিয়ার কবির সালথা থানা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সালথা থানা বিএনপি-কে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে তিনি ছিলেন সোচ্চার ও নির্ভিক। জনপ্রতিনিধি হিসেবেও এলাকার উন্নয়নে অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। আতিয়ার কবির এর মৃত্যুতে আমি তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তার শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।"
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।