জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম অবৈধভাবে পরিবর্তন করার প্রতিবাদে নাম পুনর্বহালের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১৮ এএম, ২ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ১১:০৪ এএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম অবৈধভাবে পরিবর্তন করার প্রতিবাদে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল : রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম অবৈধভাবে পরিবর্তন করার প্রতিবাদে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম পুনর্বহালের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আমানউল্লাহ আমানের সঞ্চালনায় রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহিরউদ্দীন আহমেদ, আশরাফুল ইসলাম খান আনিক, সোহেল রানা, এ বি এম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, এ আর খান লিটন, জসীমউদ্দিন, আবুল বাসার, মোঃ হাসান, সাবেক সহ- সাংগঠনিক জি এম ফখরুল ইসলাম, শরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তরিকুল ইসলাম তারিক, আরিফ ইসলাম, রাজু আহমেদ, আবদুর রহিম রনি, মোঃ নাছিরউদ্দীন শাওন, মিনহাজ আহমেদ প্রিন্স, মোঃ ফিরোজ আলম, আল-আমিন, স্যার এ এফ রহমান হলের মোঃ মাসুম বিল্লাহ, হাজী মুহম্মদ মহসীন হলের সভাপতি ওমর ফারুক মামুন, কবি জসীমউদদীন হলের সভাপতি তৌহিদুর রহমান তাজ, শেখ মুজিবুর রহমান হলের সভাপতি গাজী সাদ্দাম হোসেন, মাস্টার দা সূর্যসেন হলের সভাপতি শামিম আক্তার শুভ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, মাস্টার দা সূর্যসেন হলের সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার, জগন্নাথ হলের সাধারণ সম্পাদক সুপ্রিয় কুন্ডু দাশ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দীন খান সৈকত, কবি জসীমউদদীন হলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাকের আহমেদ সোহান, সূর্যসেন হলের সহ-সভাপতি আজিজুল হক, আরিফুল হাসান আরিফ, মুরাদ হোসেন, রিয়াজ উদ্দীন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন নুর, সাজ্জাদ আরেফিন অনিক, কবি জসীমউদদীন হলের যুগ্ম সম্পাদক আবুল কাশেম, মোঃ জুবায়ের আলম সায়মন, বিজয় একাত্তর হলের প্রচার সম্পাদক রুহুল আমিন সবুজ, শামিম আহসানসহ দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
তিতুমীর কলেজ ছাত্রদল : রাজধানীর মোগলটুলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে এবং পুনরায় নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তিতুমীর কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ। গতকাল তিতুমীর কলেজের সামনে থেকে শুরু করে গুলশান- ১ অভিমুখী বিক্ষোভ মিছিল করে তিতুমীর কলেজ ছাত্রদল। তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি তসলিম আহসান মাসুম ও সাধারণ সম্পাদক আমিনুল হক হিমেলের নির্দেশে মিছিলে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রদলের সহসভাপতি গাজী তৌহিদুর রহমান সুমন, রেজওয়ানুল হক সবুজ, হাফিজুল্লাহ হিরা, জাহাঙ্গীর আলম জীবন, রুহুল আমীন, মামুন খান, জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান এমদাদ (আরিফ), মাহফুজুর রহমান লিপকন, মাসুদ রানা রিয়াজ, সেলিম রেজা, জিল্লুর রশিদ অনিক, মাজদুক হোসেন শ্রাবণ, কাজী সাইফুল ইসলাম, সালেহ আহমেদ বাপ্পি, রাহাতুল আলম ফাহিম, জসীম রানা, ইমাম হোসেন, নজরুল ইসলাম সৌরভ, আবুল হোসেন আশিক, হামদে রাব্বি আকরাম, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা সাদি, মোঃ রাশেদ মৃধা, আকরাত হোসেন, রাকিবুল ইসলাম, আলাউদ্দিন মজুমদার রিয়াজ, সোহাগ হোসেন, আব্দুল হান্নান ফরহাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, কামাল হোসেন, হাসেম আলী, জাকির ইসলাম, প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আকরাম হোসেন টোটান, মানবাধিকার সম্পাদক হাসানুজ্জামান রকি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মাহমুদুল হাসান রফিক, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, সহ-সম্পাদক আকরাম চৌধুরী, জিহাদ ইফতেখাইরুল ইসলাম, নিয়াজ আহমেদ, বশির উদ্দিন, মাসুদ রানা, আরিয়ান পাটোয়ারী, মাসুদ মিয়া, নোবেল ইসলাম সূর্য, সদস্য আল আমিন খান পাশা, আসমাউল হক, আসাদুল ইসলাম, ইমাম উদ্দিন রাকিব, ছাত্রনেতা পারভেজ সাইফ, বিশাল চৌধুরী, শাহানাজ পারভীন, আবদুল্লাহ জমাদ্দার, আবু সালেক মীর, আবুবক্কর সিদ্দিক, ইমরান হোসেন, সফিক, রায়হান মিয়া, মতিন, নাজমুল হক, আতিকুর রহমান রুহুল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন তিতুমীর কলেজ ছাত্রাবাস শাখা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দ্বীপ, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সাগরসহ হল শাখার নেতৃবৃন্দ।
জবি ছাত্রদলের বিক্ষোভ : রাজধানীর পুরান ঢাকার মোগলটুলিতে ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়’-এর নাম পরিবর্তন করার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিজ্ঞান অনুষদ থেকে মূল ফটকের দিকে আসলে ছাত্রলীগের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি। মিছিলে উপস্থিত ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কাজী জিয়া উদ্দিন বাসেত, মাহবুব হোসেন সাজ্জাদ, সুমন সর্দার, জাফর আহমেদসহ আরো অনেকেই।