বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি দেলওয়ার হুসাইনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৫৪ এএম, ২ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৮:৫৫ এএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ চীন মৈত্রী কেন্দ্রের সভাপতি ও বিশিষ্ট লেখক দেলওয়ার হুসাইন গত ৩০ নভেম্বর সোমবার মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দেলওয়ার হুসাইনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি শোক সন্তপ্তÍ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
সত্তরের দশকে বামপন্থী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত দেলওয়ার হুসাইন চীন সম্পর্কিত লেখালেখির জন্য সুপরিচিত ছিলেন। ‘কমরেড মতিনের চোখে দেং-এর সংস্কার’, ‘অদম্য দেং’, ‘চীনা জনগণের ইতিহাস’সহ একাধিক বইয়ের লেখক তিনি। ১৯৯৫ সালে বাংলাদেশ-চীন মৈত্রী কেন্দ্র প্রতিষ্ঠা করেন তিনি। ২০১৬ সালে তিনি রাষ্ট্রপতি বি আর আম্বেদকর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হন।
পারিবারিক সূত্রে জানা যায়, পঞ্চগড়ে অবস্থানকালে রবিবার তিনি অসুস্থ হয়ে পড়েন। পঞ্চগড়েই হাসপাতালে চিকিৎসা চলার সময় সোমবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য রংপুর নেয়ার পথে রাত ৯টার সময় তিনি মৃত্যুবরণ করেন। তিনি হার্টের সমস্যায় ভুগছিলেন। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। তার লাশ নীলফামারী হাসপাতালের হিমাগারে রয়েছে।
লন্ডন প্রবাসী সন্তানরা আগামী বৃহস্পতিবার দেশে ফিরলে শুক্রবার তার নামাজে জানাজা ও দাফন পঞ্চগড়েই সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার ভাইয়ের ছেলে সাজ্জাদ হোসেন।
বিশিষ্ট ব্যবসায়ী দেলওয়ার হুসাইন পঞ্চগড় চেম্বারের প্রতিষ্ঠাতা এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ছিলেন। তিনি ২১ সেপ্টেম্বর ১৯৫১ সালে পঞ্চগড়ের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যবসা ও সাংস্কৃতিক বিনিময়ের সূত্রে তিনি অনেকবার চীন ভ্রমণ করেছেন এবং চীন আন্তর্জাতিক বেতারের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি চীন বিষয়ক লেখালেখির জন্য বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও বাংলাভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চীনা দূতাবাস প্রদত্ত সম্মাননা লাভ করেন।