ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪৬ পিএম, ৭ জুলাই,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২৫ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম সভাপতি ও টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ এনামুল করিম শহীদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭১ বছর।
গতকাল মঙ্গলবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি টাঙ্গাইল শহরের থানা পাড়া এলাকার বাসিন্দা। সাবেক এই ছাত্রনেতার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।
স্বজনরা জানান, কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাকে টাঙ্গাইল থেকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেন।
আজ বুধবার বাদ যোহর টাঙ্গাইল গোরস্থান মসজিদে নামাজে যানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার লাশ দাফন করা হবে।
১৯৭৯ সালের ১ জানুয়ারি কাজী আসাদকে আহ্বায়ক করে গঠন করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর প্রথম কমিটি। ওই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন খন্দকার এনামুল করিম শহীদ। একই বছর আগস্টে আহ্বায়ক কমিটি ভেঙে এনামুল করিম শহীদকে সভাপতি এবং গোলাম হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রদল-এর প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।