লকডাউনে অভাবের কারণে আত্মহত্যাকারী দিনমজুরের পরিবারকে তারেক রহমানের অর্থ সহায়তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৩৯ পিএম, ৬ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:৩৮ পিএম, ১৮ নভেম্বর,সোমবার,২০২৪
লকডাউনে সন্তানদের মুখে খাবার না দিতে পেরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে গত ৪ জুলাই আত্মহত্যাকারী কর্মহীন দিনমজুর দ্বীন ইসলামের (৩০) পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এর পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা দ্বীন ইসলামের স্ত্রীর হাতে এই সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান।
আত্মহত্যাকারী দিনমজুর দ্বীন ইসলাম সদর উপজেলার পশ্চিম মুক্তারপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। লকডাউনে তার কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেলে পারিবারিক কলহ বেড়ে যাওয়ার কারণে এঘটনা ঘটেছে বলে নিহতের স্ত্রী শাহিদা বেগম জানায়।
দ্বীন ইসলাম বরিশাল জেলার কাউনিয়া এলাকার গৌতমের ছেলে। তিনি মা, স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে মুক্তারপুর এলাকায় থাকতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ জনের সংসারে অভাবের কারণে আগে থেকেই ঝগড়া বিবাদ লেগেই ছিল পরিবারে। করোনার কারণে কাজ করতে না পারায় সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন দ্বীন ইসলাম। এ নিয়ে স্ত্রী শাহিদা বেগমের সঙ্গে তার কলহ আরও বেড়ে যায়। গত শনিবার দুই ছেলেমেয়ের মুখে কোনো খাবার দিতে পারেনি স্বামী দিনমজুর দ্বীন ইসলাম।
রবিবার সকালে ঘরে কোন খাবার ছিল না। এ জন্য ফের স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে ঘর থেকে বের করে দেন দ্বীন ইসলাম। পরে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।