খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫০ এএম, ৩ জুলাই,শনিবার,২০২১ | আপডেট: ০২:২৭ এএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া করোনা আক্রান্ত হওয়ার পর টানা ৫৩ দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সংক্রমণ বেড়ে যাওয়া ১৯ জুন রাতে তাঁকে গুলশানের বাসা ফিরোজায় নেয়া হয়। হাসপাতালে তিনি আবার করোনা আক্রান্ত হতে পারেন এমন আশঙ্কায় বাসায় নেয়া হয়েছে।
এরপর থেকে তাঁকে বাসায় রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফ করে থাকেন।
গুলশানের বাসায় বিএনপির কোনো নেতাকর্মী যেতে পারেন না। তারা নেত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে শঙ্কিত।
এর মধ্যে গত দুদিন ধরে আবারও আলোচনায় খালেদা জিয়াকে বিদেশ নিয়ে গিয়ে চিকিৎসা দেয়ার প্রসঙ্গ। এ বিষয়ে আইনমন্ত্রী সংসদে বক্তব্য দিয়েছেন।
এই বক্তব্যের প্রতিক্রিয়াও জানিয়েছেন বিএনপি নেতারা। সেই সঙ্গে নেত্রীকে বিদেশ নিয়ে যাওয়ার দাবি করেছেন। এমতাবস্থায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে।
তাঁর চিকিৎসকরা বলছেন, বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় যেমন ছিলেন এখনও তেমনই আছেন। অর্থাৎ তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের তুলনায় তাঁর অবস্থার উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি। বর্তমানে তাঁর ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেও হার্ট, কিডনি ও লিভারের সমস্যা আগের মতোই আছে।
আজ শুক্রবার বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় চিকিৎসাসামগ্রী রাখা আছে। সেখানে অক্সিজেন সাপোর্টসহ মোটামুটি প্রাথমিকভাবে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। কারণ প্রায় প্রতিদিনই তাঁর কোনো না কোনো পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে। যাতে তাঁর সর্বশেষ শারীরিক অবস্থা কী তার সঠিক তথ্য পাওয়া যায়।
বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা আগের মতোই আছে। অর্থাৎ তিনি হাসপাতালে থেকে যেমন এসেছেন, তেমনই আছেন। কোনো পরিবর্তন নেই।
এক প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ‘আমরা প্রতিদিনই ম্যাডামকে দেখতে তাঁর বাসায় যাই। তাঁকে বাসায় রেখে যেসব পরীক্ষা-নিরীক্ষা করানো যায়, তার সবগুলোই করানো হচ্ছে।’
বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, ‘চিকিৎসকদের নিষেধ থাকার কারণে আমরা কেউ তাঁকে (খালেদা জিয়াকে) দেখতে যাইনি। যতটুকু জানি, বাসায় তাঁর চিকিৎসা চলছে। ডাক্তাররা নিয়মিত তাঁকে দেখতে যান।’
বিএনপির নেতারা বলছেন, সার্বিকভাবে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না। তাঁর পুরনো রোগ ডায়াবেটিস, আর্থরাইটিস সঙ্গে করোনা আক্রান্ত হওয়ার পর এখন তাঁর হার্ট, কিডনি ও লিভারের অবস্থা ভালো নয়। যেকোনো সময় যেকোনো কিছুই ঘটে যাওয়ার মতো শঙ্কা রয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা আগের থেকে ভালো। মোটামুটি খাওয়া-দাওয়া করতে পারছেন।