বগুড়ার গাবতলী জিয়াবাড়ীতে কর্মী সম্মেলনের মধ্য দিয়ে জেলায় ছাত্রদলের সাংগঠনিক কাউন্সিলের কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:১০ এএম, ১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০৩:৪৮ পিএম, ২৩ নভেম্বর,শনিবার,২০২৪
বগুড়ার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গাবতলী উপজেলা ও পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার বাগবাড়ী এলাকায় জিয়াবাড়িতে অনুষ্ঠিত কর্মী সম্মলনের মধ্য দিয়ে জেলার সাংগঠনিক কাউন্সিলের কার্যক্রম শুরু করা হলো।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। কর্মী সম্মেলনে তিনি বলেন, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বগুড়ার গাবতলীতে জন্মগ্রহন করেন। তার জন্মভূমিতে দাড়িয়ে ছাত্রদলের কর্মী হিসেবে কথা বলা সৌভাগ্যের বিষয়। ১৯৭১ সালে পাকিস্থানী হায়নারা যখন এ দেশে ঝাপিয়ে পরেছিলো, ঢাকা, চট্রগ্রাম রক্তাক্ত হয়েছিলো তখন মেজর জিয়া কালুর ঘাটের বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন।
তিনি বলেন, বগুড়ার গাবতলী উপজেলায় ছাত্রদলের এ কর্মী সম্মেলন বিপ্লবের প্রস্তুতি। এর মাধ্যমে ছাত্রদলকে সুসংবদ্ধ ও সংগঠিত হতে হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কোন ভেতাভেদ থাকা যাবে না। কোন গ্রুপিং না থাকারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে জিয়াউর রহমানের আর্দশকে জানতে এবং বুকে ধারণ করতে আহ্বান জানান।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম রিগ্যানের সঞ্চারনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি সাজিদ হোসেন বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিনউদ্দীন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধন রনি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের (রাজশাহী বিভাগীয় অঞ্চল) সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রবি।
বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর ছাত্রদলের কর্মী সম্মেলনের মধ্যদিয়ে শুরু হলো উইনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক কাউন্সিল। আগামী জানুয়ারী থেকে একযোগে সারাদেশে এ কার্যক্রম চালানো হবে বলেও জানান কেন্দ্রীয় নেতারা।