মীরসরাইয়ে পিটিয়ে গৃহকর্মীকে হত্যাকারী আ’লীগ নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:৩৩ পিএম, ২৮ জুন,সোমবার,২০২১ | আপডেট: ১০:১৪ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে আজিম হোসেন শাহাদাত (২০) নামে এক যুবক কে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি স্থানীয় মীরসরাই সদর পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাখের ইসলাম রাজু কাউন্সিলরকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ।
আজ সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে রাজুর মালিকানাধীন হোপ মা ও শিশু হাসপাতালের ষষ্ঠ তলার একটি কক্ষে ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকার যুবক শাহাদাতকে আটকে রাতভর টর্চার চালালে সে মারা যায়। পরদিন শনিবার (২৬ জুন) দিবাগত রাত ৯টার নাগাদ নিহত শাহাদাতের বাবা আব্দুল বাতেন বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে মীরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মর্ক্তা (ওসি) মজিবুর রহমান এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, সোমবার ভোরে চট্টগ্রাম নগরীর একটি বাসায় অভিযান চালিয়ে শাহাদাত হত্যা মামলার প্রধান আসামী মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শাখের ইসলাম রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে ও জানান দেন ওসি।
উল্লেখ্য, নিহত শাহাদাত রাজুর গৃহকর্মী হিসেবে কাজে কর্মরত ছিলো।