ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন হিন্দুত্ববাদী ভারতীয় এজেন্ডা-ডাঃ ইরান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১৬ এএম, ৩০ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০১:১৯ পিএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
আওয়ামী লীগ ভারতের ইন্ধনে মসজিদ নগরী ঢাকাকে ভাস্কর্যের নামে মূর্তির নগরীতে পরিণত করতে চায় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন জায়েজ করতে আওয়ামী লীগ ও নাস্তিক-মূরতাদরা ফতোয়াবাজি করছে। ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন হিন্দুত্ববাদী ভারতের এজেন্ডা।
আজ রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন বন্ধের দাবিতে আলেম ওলামায়ে কেরামদের সাথে ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন।
ভাস্কর্য নির্মাণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ডাঃ ইরান বলেন, এটা ১৮ কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। শাহ জালাল, শাহ আলী, শাহ পরান ও খান জাহানের বাংলাদেশ হিন্দুত্ববাদী গৌর গোবিন্দের উত্তরসুরীদের মূর্তির দেশ হতে পারে না। ভাস্কর্য আর মূর্তি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। কোনো মুসলমান মূর্তি বা ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না। এটা শিরকের অর্ন্তভুক্ত। যে সকল দাড়ি টুপি ও অবাঞ্ছিত আলেম মূর্তির পক্ষে কথা বলছেন তারা আলেম নন, মুসলিম ব্রাহ্মণ।
তিনি বলেন, মসজিদ নগরীতে সৌন্দর্য বর্ধনে কোনো ভাস্কর্য স্থাপন করতে হলে অবশ্যই সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আবেগ আকাক্সক্ষা ও সংস্কৃতির হতে হবে। হিন্দুত্ববাদী মূর্তি ধ্বংস করতে ইসলামের আগমন ঘটেছে। মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আঃ) থেকে শুরু করে মহানবী (সাঃ) পর্যন্ত সকল নবী ও রাসুলগণ মূর্তি বা ভাস্কর্য নির্মূল করে ইসলাম কায়েম করেছেন। তাই শুধু মূর্তি স্থাপন নয়, স্থাপিত মূর্তিগুলোকেও ভেঙ্গে ফেলতে হবে। রাজধানী ঢাকাকে যারা মসজিদের শহর থেকে মূর্তির শহরে পরিণত করেছে তাদের বিরুদ্ধে তৌহিদী জনতা ও আলেম ওলামাদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এতে লেবার পার্টির ঢাকা দক্ষিণ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী, কেন্দ্রীয় সদস্য মাওলানা এফ এম জাহাঙ্গীর আলম, মাওলানা জাকির হোসেন, মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান আজাদী, সৈয়দপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান আলোচনায় অংশ নেন।