ওয়ান ম্যান সো পলিটিক্স শুরু হয়ে গেছে - কাদের মির্জা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩০ এএম, ২৭ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৭:৫১ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
দেশে ওয়ান ম্যান সো পলিটিক্স শুরু হয়েছে। আওয়ামী লীগে শেখ হাসিনা। বিএনপিতে খালেদা জিয়া। আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া আর কে কাজ করে? অন্যরা সবাই তোষামোদ করে। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে নেত্রী? এই ওয়ায়দুল কাদেরের মতো তোষামোদকারীরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এসব কথা বলেছেন।
আজ শনিবার দুপুর ১২টায় নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে ৫৮ মিনিট কথা বলেন। এ সময় তিনি এসব কথা বলেছেন।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে কাদের মির্জা বলেন, দলকে ক্ষমতায় এনে ১৫ বছর (প্রকাশের অযোগ্য) দেরকে খাওয়াচ্ছেন। এখন ফেয়ার নির্বাচন দিন। আপনি তাদেরকে লুটপাট করে খাওয়ার জন্য আর কতবার দলকে ক্ষমতায় আনবেন? ...জয় (ছেলে সজীব ওয়াজেদ জয়) আর পুতুল (মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল) ছাড়া কেউ আপনাকে (প্রধানমন্ত্রী) সহযোগিতা করবে না। আপনি একটা ফেয়ার ইলেকশন করে প্রয়োজনে পৃথিবী থেকে চলে যান। পৃথিবী থেকে তো একদিন চলে যেতেই হবে।
মেয়র কাদের মির্জা বলেন, আপনার (শেখ হাসিনা) পক্ষে জনমত আছে। আপনি নিরপেক্ষ নির্বাচন দিলেও ২৭৬টি আসন পাবেন। আপনার জনপ্রিয়তা আছে। ওবায়দুল কাদেরদের জনসমর্থন নেই। প্রত্যেকটা মন্ত্রণালয় শেষ হয়ে যাচ্ছে দাবি করে কাদের মির্জা বলেন, ভালো দু-একজন নেতা ছিলেন। দলের সচিব (সাধারণ সম্পাদক) ছিলেন সৈয়দ আশ্রাফুল ইসলাম। রাজনীতি করেছেন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব। তখন কোনো নেতা ছিল না। তিনি সেদিন (১-১১ সরকারের সময়) বুক ফুলিয়ে দলের জন্য কাজ করেছেন। সেই নেতা কোথায়? বারবার নির্বাচিত নেতা রাষ্ট্রপতি আবদুল হামিদের মতো নেতা কোথায় পাবেন? নোয়াখালীতে জন্ম নিয়েছেন বিএনপি নেতা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং জামায়াতের নেতা আবু নাসের মুহাম্মদ আবদুজ জাহের। তাদের নাম উল্লেখ করে মির্জা কাদের বলেন, নীতি নৈতিকতা নিয়ে নোয়াখালীতে রাজনীতি করেছেন আলী ইমাম চৌধুরী। তিনি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পর্যন্ত হয়েছিলেন। আলী ইমাম চৌধুরীর নীতি নৈতকতা ছিল। বঙ্গবন্ধু তাকে আপনি করে বলতেন। এরা ছিল নেতা।