তারেক রহমানকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশে বিভিন্ন সংগঠনের নিন্দা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৫৬ এএম, ২৬ জুন,শনিবার,২০২১ | আপডেট: ১২:৩৯ এএম, ৭ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের বিরুদ্ধে প্রথম আলো পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা গভীর চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছে বিভিন্ন সংগঠন। ফ্যাসিবাদী ও প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস ও নেতৃত্বহীন করার যে ষড়যন্ত্র ও চক্রান্তজাল বুনে যাচ্ছে, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সেটিরই ধারাবাহিক অংশ।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিন্দা ও প্রতিবাদ : গত বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ শীর্ষক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এক বিবৃতিতে মোস্তাফিজুর রহমান এবং আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গতকাল প্রথম আলো পত্রিকায় যা প্রকাশিত হয়েছে- তা ভিত্তিহীন, অসত্য, কাল্পনিক ও সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এ ধরনের অসত্য ও মনগড়া প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ফ্যাসিবাদী ও প্রতিহিংসাপরায়ণ আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস ও নেতৃত্বহীন করার যে ষড়যন্ত্র ও চক্রান্তজাল বুনে যাচ্ছে, প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সেটিরই ধারাবাহিক অংশ। বর্তমান ভোটারবিহীন আওয়ামী সরকার বিএনপিকে ধ্বংস করতে যত চেষ্টাই অব্যাহত রাখুক, অতীতেও যেমন সফল হতে পারে নাই, ভবিষ্যতেও তাদের সকল অপচেষ্টা ও কূটকৌশল ব্যর্থ হবে। জাতীয়তাবাদী শক্তিকে নিঃশেষ করার স্বপ্ন কোনোদিনই পূরণ করতে পারবে না।
বর্তমানে আওয়ামী লীগের দুঃশাসন ও জুলুমের মাঝেও বিএনপির হাল ধরেছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের শেকড় তৃণমূলের অনেক গভীরে। কোনো অপপ্রচার চালিয়ে তার নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ কিংবা রাজনীতি থেকে তাকে মাইনাস করতে পারবে না। ১/১১’র জরুরি অবস্থার অনৈতিক সরকার চেষ্টা করেও তা পারে নাই কেবলমাত্র লাখ লাখ নেতাকর্মী ও জনগণের অকুন্ঠ সমর্থনের কারণে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপিকে বিতর্কিত ও দুর্বল করতে ক্ষমতাসীনরা পরিকল্পিত প্রচারণা চালাচ্ছে, যাতে নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ জনগণের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক ধারণা সৃষ্টি হয়। এসব অপপ্রচার ও দমন-নিপীড়ন মোকাবিলা করেই আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বে রাজনীতির মাঠে আছি এবং থাকবো ইনশাআল্লাহ।
প্রথম আলো পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপিকে নিয়ে কাল্পনিক প্রতিবেদন প্রকাশ নিঃসন্দেহে ষড়যন্ত্রমূলক ও দুঃখজনক। নেতৃদ্বয় বিবৃতিতে তারেক রহমানকে নিয়ে দুরভিসন্ধিমূলক ও পরিকল্পিত প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও প্রত্যাখ্যান করেছে ছাত্রদল :
প্রথম আলোয় গত বৃহস্পতিবার প্রকাশিত ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ শীর্ষক রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
নেতৃদ্বয় উক্ত প্রতিবেদনের প্রতিবাদে গতকাল এক লিখিত বিবৃতিতে বলেন, দেশনায়ক তারেক রহমানকে নিয়ে প্রতিবেদকের করা প্রতিবেদনটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট, কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত। এমন মনগড়া মিথ্যার বেসাতি ও গোয়েবলসীয় বিস্তৃত প্রপাগান্ডা ছাড়ানোর মাধ্যমে কুচক্রীদের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সাম্রাজ্যবাদের দোসর আওয়ামী তাঁবেদার সরকারের তোষামোদি করে উচ্ছিষ্ট হাড্ডি প্রাপ্তির লালসা এবং তারেক রহমানের অনবদ্য নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা ও তার কাঁচস্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণœ করা। প্রকৃত সত্য হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অনুপস্থিতিতে দেশনায়ক তারেক রহমানের সর্বজনসমাদৃত নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলসহ সকলেই ঐক্যবদ্ধ। বিশেষ করে তিনি গণতান্ত্রিক পন্থায় প্রণীত গঠনতন্ত্রবলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং দেশব্যাপী ছাত্রদলের লাখো নেতাকর্মী তার যুগান্তকারী নেতৃত্বের ওপর সর্বান্তকরণে আস্থাশীল ও নিবেদিত। নেতৃদ্বয় আরও বলেন, আমরা মনে করি, প্রতিবেদক এসব গোয়েবলসীয় প্রকারান্তরে কাদের-হাসানীয় ষড়যন্ত্র তথ্য পরিবেশন করে নিজেকে হলুদ সাংবাদিক হিসেবে উপস্থাপন করাসহ সাংবাদিকতা পেশাকে হেয়প্রতিপন্ন করেছেন। তাহলে আমরা কি ধরে নেবো, রোজিনা কান্ডে রোজিনার জামিনের পর প্রথম আলোর রহস্যময় নীরবতা এবং তারেক রহমানকে হেয় করার এই অপচেষ্টা প্রথম আলোর পক্ষ থেকে তাবেদার সরকারকে প্রদেয় পরিতোষক ও জামানতনামা!
নেতৃদ্বয় এসব দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহবান জানান।
জাতীয়তাবাদী মহিলা দল- কেন্দ্রীয় কমিটির নিন্দা ও প্রতিবাদ :
গত বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ শীর্ষক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে প্রতিবেদকের করা প্রতিবেদনটি সম্পূর্ণরূপে মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যখন তারেক রহমান দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সাংগঠনিকভাবে বিচক্ষণতার স্বাক্ষর রাখছেন তখন তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে চক্রান্তকারীরা সদা তৎপর রয়েছে। এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যই হচ্ছে- দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো। তবে জাতীয়তাবাদী শক্তি এ ধরনের অপতৎপরতায় কখনো বিভ্রান্ত হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নেতৃবৃন্দ বিবৃতিতে তারেক রহমানকে নিয়ে দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।
দৈনিক প্রথম আলোতে প্রকাশিত রাজনৈতিক প্রতিবেদনের প্রতিবাদ, নিন্দা ও প্রত্যাখ্যান মৎস্যজীবী দলের :
দৈনিক প্রথম আলো পত্রিকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব ও সদস্যসচিব আবদুর রহিম।
নেতৃদ্বয় ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘুরে দাঁড়াতে পারছে না’ শিরোনামে প্রকাশিত পত্রিকাটির রাজনৈতিক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তা প্রত্যাহারের জোর দাবি জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন কর্মীবান্ধব জনপ্রিয় নেতা। তিনি রাজনীতির সংস্পর্শেই বেড়ে উঠেছেন। দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করার মধ্য দিয়ে তিনি বিএনপির রাজনীতিতে যোগদান করেন এবং দলের মধ্যে ধাপে ধাপে নিজ নেতৃত্ব প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, শ্রম, মেধা যোগ্যতা দিয়েই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। রাজনৈতিক পরিবারে তার জন্ম এবং বেড়ে ওঠা। তার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন এবং পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার মা বাংলাদেশের তিন-তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী এবং জনতার অধিকার আদায়ের সংগ্রামে আপসহীনতার কারণে ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত হন। তারেক রহমান পরিবার থেকে রাজনৈতিক শিক্ষা লাভ করেন। দলে তার নেতৃত্ব সুপ্রতিষ্ঠিত ও প্রশ্নাতীত। তার যোগ্যতার নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো ঐক্যবদ্ধ থকে স্বৈরাচারবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের জেল, জুলুম, নির্যাতিত, গুম, খুনের বিরুদ্ধে বিএনপি তার নেতৃত্বেই রাজপথে সরব রয়েছেন। দৈনিক প্রথম আলোর মতো জাতীয় পত্রিকায় এই ধরনের প্রতিবেদন গতানুগতিক নয়। নেতৃদ্বয় এই ধরনের প্রতিবেদনকে রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করেন এবং তা প্রত্যাহারের জোর দাবি জানান।
নারী ও শিশু অধিকার ফোরাম- কেন্দ্রীয় কমিটির নিন্দা ও প্রতিবাদ :
গতকাল বৃহস্পতিবার প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘তারেকের নেতৃত্বে বিএনপি দাঁড়াতে পারছে না’ শীর্ষক সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং সদস্যসচিব ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে প্রতিবেদকের করা প্রতিবেদনটি সম্পূর্ণরূপে মনগড়া, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মূলত স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমের পরিবারের বিরুদ্ধে যে দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এটি তারই ধারাবাহিকতা। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভিত্তিহীন মামলায় রাজনৈতিক উদ্দেশ্যে আদালতকে ব্যবহার করে গ্রেফতার করে রাখা হয়েছে। এই অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যখন তারেক রহমান দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে সাংগঠনিকভাবে বিচক্ষণতার স্বাক্ষর রাখছেন তখন তাকে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে চক্রান্তকারীরা সদা তৎপর রয়েছে। এ ধরনের প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যই হচ্ছে- দলের নেতাকর্মীদের বিভ্রান্ত করার অপচেষ্টার আড়ালে জিয়াউর রহমানের পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখার ওয়ান- ইলেভেনের যে মাইনাস ষড়যন্ত্র তার জানান দেয়া। তবে জাতীয়তাবাদী শক্তি এ ধরনের অপতৎপরতায় কখনো বিভ্রান্ত হবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
আমরা মনে করছি, ওয়ান-ইলেভেনের কুশীলবদের মাইনাস চাহিদা পূরণ অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় জিয়াউর রহমানের পরিবারকে রাজনীতি থেকে দূরে সরিয়ে বিরাজনীতিকরণের যে ষড়যন্ত্র ও সাংবাদিক রোজিনা ইসলাম ইস্যুতে সরকারকে খুশি করে সরকারি চাপ থেকে মুক্ত হতে তারেক রহমানকে টার্গেট করা হয়েছে। নেতৃবৃন্দ বিবৃতিতে তারেক রহমানকে নিয়ে দুরভিসন্ধিমূলক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পাশাপাশি সাংবাদিকদের এ ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত না হয়ে হলুদ সাংবাদিকতা পরিহার করে দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।