‘স্বনির্ভর বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০৩:৪৬ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
‘স্বর্নিভর বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকের এই বাংলাদেশে তাঁর অবদান অতুলনীয়। স্বাধীনতা যুদ্ধের পর খাদ্য সংকট ও দুঃভিক্ষ থেকে এদেশের মানুষের মুক্তি পথ অনুসন্ধানে তিনি খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করেন দেশকে খাদ্যে স্বয়সম্পুর্নতা অর্জনের সক্ষমতা দিয়েছেন। অথচ বর্তমান অবৈধ সরকার সেই মহান নেতার জনপ্রিয়তাকে হেয় করার জন্য নতুন প্রজন্মের কাছে মিথ্যা ইতিহাস তুলে ধরছে। যা এই জাতীর জন্য ভয়াবহ ক্ষতির কারণ। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে জাতির সত্য ইতিহাস তুলে ধরা হবে।’
আজ রবিবার বিকেলে ময়মনসিংহের নান্দাইলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে ব্রিঃ জেনারেল (অব:) ড.একেএম শামসুল ইসলাম শামস এসব কথা বলেন।
এ সময় পৌর বিএনপির সভাপতি এএফএম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম ফকির, আনোয়ার হোসেন মাষ্টার, যুবলদল সাধারন সম্পাদক বাবু পল্লব রায়, সবেক ছাত্রদল সভাপতি আকরাম হুসেন ফেরদৌস ও জসিম উদ্দিন, উপজেলা বিনএনপি নেতা মুকলেসুর রহমান মুক্তা, পৌর বিএনপি সাংগঠনিক শহিদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।