হাসপাতাল থেকে বাসায় খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:৩১ এএম, ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫১ পিএম, ২২ নভেম্বর,শুক্রবার,২০২৪
দেড় মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর আজ শনিবার রাতে হাসপাতাল ছাড়লেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাত সোয়া ৮টার দিকে তিনি হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা হন। পরে সাড়ে আটটার দিকে তিনি বাসায় পৌঁছান।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া ছিল যেন কেউ ফিরোজার সামনে ভিড় না করেন। এ কারণে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া মাত্র কয়েকজন নেতা সেখানে উপস্থিত ছিলেন।
বেগম খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালে বেশিদিন থাকার কারণে সংক্রমণের ঝুঁকি থাকে, ইতিমধ্যে একবার রক্তে সংক্রমণ হয়েছিল। এখন আবার দুটি ব্যাক্টেরিয়ার উপস্থিতি পেয়েছে চিকিৎসকরা। তাই হাসপাতালে সংক্রমণের আশঙ্কা থেকে বাসায় ফেরত নেয়া হচ্ছে বেগম খালেদা জিয়াকে। যেহেতু পোস্ট কোভিড কোনো সমস্যা তার নাই এবং বাসাতেই তিনি সংক্রমণের শঙ্কামুক্ত। তাই বাসায় থেকেই সেই চিকিৎসা চলবে বলে মেডিকেল বোর্ড পরামর্শ দিয়েছে।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, হাসপাতালে সংক্রমণ ঝুঁকি রয়েছে তাই তাঁকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেয়া হবে। প্রয়োজনে হাসপাতালে টাইম টু টাইম ফলোআপ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। একইসাথে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজার আরো আটজন ব্যক্তিগত স্টাফও করোনায় আক্রান্ত হন। তারা সবাই বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।
এরপর ১৪ এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। পরে তিনি আবার বাসায় ফিরে যান। তবে শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তারপর করোনা পরবর্তী জটিলতা দেখা দিলে সিসিইউতে রেখে চিকিৎসা দেয়া হয়। এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মে তিনি করোনামুক্ত হন। এরপরও তিনি হাসপাতালে ভর্তি থেকে অন্যান্য রোগের চিকিৎসা নিচ্ছিলেন।