নাশকতা ও বিস্ফোরণ মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:৪৭ পিএম, ১৭ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১০:৪৬ পিএম, ১০ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
নাশকতা ও বিস্ফোরণ মামলায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট (৫৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৬ জুন) রাত ৯টায় সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু সাঈদ সুইট সিরাজগঞ্জ পৌর এলাকার আমলাপাড়া এলাকার বাসিন্দা। তিনি সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদল ছিলেন।
সিরাজগঞ্জ ২নং ফাঁড়ি ইনচার্জ তরিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সুইটের বিরুদ্ধে থানায় সরকারি কাজে বাঁধাদান, নাশকতা ও বিস্ফোরণদ্রব্য ৩টি মামলার ওয়ারেন্ট ছিল। বুধবার রাতে শহরের ইবি রোডস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে আবু সাঈদ সুইটের গ্রেফতারে তীব্র নিন্দা জানিয়ে তাঁর নিঃশর্ত মুক্তি দাবী করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি বেগম রুমানা মাহমুদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।