নাসির ইউ মাহমুদ ‘ভালো লোক’ : সংসদে জাপা এমপি চুন্নু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২:২৬ এএম, ১৬ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৫৫ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির করা মামলার প্রধান আসামি গ্রেফতারকৃত নাসির ইউ মাহমুদকে ‘ভালো লোক’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক চুন্নু।
আজ মঙ্গলবার সংসদে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চুন্নু তার দলের প্রেসিডিয়াম সদস্য নাসিরকে নিয়ে এই মন্তব্য করেন।
জাপা এমপি বলেন, গতকাল সংসদে একজন সদস্য নায়িকা পরীমনির জন্য বিচার চেয়েছেন। একজন গ্রেফতার হয়েছে। আমি তাকে চিনি। তিনি উত্তরা ক্লাবের তিনবারের প্রেসিডেন্ট ছিলেন। সেই লোকটি জাতীয় পার্টি করেন। তিনি ভালো লোক।
পরীমনি অভিযোগ করেছেন, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়েছিলেন নাসির। তখন তাকে মারধরও করা হয়। তবে, এই অভিনেত্রীর অভিযোগ অস্বীকার করেছেন নাসির। তিনি বলছেন, ক্লাবে সেদিন পরীমনি জোর করে দামি মদ নিতে গেলে বাধা দিয়েছিলেন তিনি। তাতে এই অভিনেত্রী উত্তেজিত হয়ে তাকেও আক্রমণ করেছিলেন। পরে নিরাপত্তারক্ষীরা এসে তাকে বের করে দেয়। নাসির মাহমুদ ঢাকা বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য। ক্লাবটির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। সোমবার সংসদে বিএনপির এমপি হারুনুর রশীদ পরীমনির অভিযোগের পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার নেয়ার দাবি তোলেন। বাজেট বক্তৃতায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুজিবুল হক অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা করে বলেন, তিনি বিদেশে টাকা পাচারকারীদের তালিকা চেয়েছেন।
চুন্নু বলেন, নাম আপনি বের করুন। আমরা কি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যে, নাম বের করব? এত ফিরিস্তি দিলেন। আপনার গোয়েন্দা আছে আরও কত সংস্থা আছে। আপনি বের করুন। মিডিয়ায় দেখেছি এই সংসদের একজন এমপির স্ত্রী কানাডায় বাড়িতে হেঁটে বেড়াচ্ছেন। এলাকায় গেলে লোকে বলে পাঁচ লাখ টাকা দেন, আমি বলি এত টাকা কোথায় পাব? বলে, এমপি-মন্ত্রীদের টাকার অভাব আছে নাকি? আমাদের সম্পদের খোঁজ নিন। সঙ্গে সামরিক-বেসামরিক আমলা-ব্যবসায়ীদের সম্পদের হিসাব নিন। আমরাও সম্পদের হিসাব দেবো। নির্বাচনের সময় নির্বাচন কমিশনে যে হিসাব দিয়েছিলাম, তার থেকে বেশি পাওয়া যায় সেই সম্পদ সরকার নিয়ে যাবে। আর যারা প্রশাসনিক দায়িত্বে আমলারা তাদের সম্পদের হিসাবও নেয়া হোক, বলেন তিনি।