শামসুল হকের মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০৪ এএম, ১১ জুন,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:১৯ এএম, ২০ নভেম্বর,
বুধবার,২০২৪
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মরহুম শামসুল হকের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বাদে জোহর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় সংলগ্ন জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ মৃত্যুবরণকারী নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের খতিব মাওলানা এহসানুল হক।
এসময় চট্টগ্রাম মহানগর বিএনপি'র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন মুসল্লীদের উদ্যেশ্যে বলেন, শামসুল হক বিএনপির একজন কর্মীবান্ধব নেতা ছিলেন। চট্টগ্রামে যুবদলকে শক্তিশালী সংগঠনে পরিনত করতে তিনি গুরুতপূর্ন ভূমিকা রেখেছিলেন। তিনি ছিলেন একজন ত্যাগী, সৎ, সাহসী ও নিবেদিত প্রাণ নেতা। তার অমায়িক আচরণের জন্য তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের নিকট ছিলেন অত্যন্ত প্রিয়। তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অত্যন্ত বিশ্বস্ত প্রটোকল অফিসারের দায়িত্ব পালন করেছিলেন। তার অকাল মৃত্যু আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তার মৃত্যুতে বিএনপি একজন যোগ্য নেতাকে হারালো। বর্তমান রাজনৈতিক সংকটকালে তার মত সংগ্রামী নেতার প্রয়োজন ছিল। আজ তার অনুপস্থিতি আমাদের মাঝে একটি শূন্যতা সৃষ্টি করেছে। শামসুল হক তার কর্মগুণে মানুষের মাঝে বেঁচে থাকবেন। দেশ ও দলের জন্য তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সৈয়দ আজম উদ্দীন, কাজী বেলাল উদ্দীন, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, আবুল হাশেম, এস এম আবুল ফয়েজ, মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো.কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রমিকদলের উপদেষ্টা শামসুল আলম (ডক), শেখ নুরুল্লাহ বাহার, এম এ হাশেম রাজু, থানা বিএনপির সভাপতি মন্জুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, মো. সেকান্দর, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন জিয়া, নুর হোসাইন, নগর বিএনপি নেতা মাহবুবুল হক, হামিদ হোসাইন, এম আই চৌধুরী মামুন, একেএম ফেয়ারু, আবদুল হালিম স্বপন, মো. ইদ্রিস আলী, আবদুল আজিজ, এড, সেলিম উদ্দীন শাহিন, ইসমাইল বাবুল, আলমগীর নুর, সালাউদ্দীন লাথু, মো. মহসিন, ইউসুফ সিকদার, আলী ইউছুপ, বুলবুল আহমেদ, নগর তাতীদলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, মৎস্যজীবীদলের আহ্বায়ক হাজী নুরুল হক, ওয়ার্ড় বিএনপির সভাপতি নবাব খান, এস এম মুফিজ উল্লাহ, মো. ইলিয়াছ, কাজী শামসুল আলম, মো. সেকান্দর, রফিক উদ্দীন চৌধুরী, হুমায়ুন কবির সোহেল, ফারক আহমেদ, সাইফুল আলম, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী মো. এমরান উদ্দীন, সিরাজুল ইসলাম মুন্সী, হাসান উসমান চৌধুরী, আবু ফয়েজ, মন্জুর কাদের, হাজী মো. জাহেদ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ নাজিমুল হক নাজু, এম এ রাজ্জাক, নাছির উদ্দীন চৌধুরী নাসিম, শহীদুল্লাহ বাহার, তানভীর আহম্মেদ, মোজাম্মেল হক হাসান, মো. আলমগীর, আসাদুর রহমান টিপু, তানভীর মল্লিক, মো. সালাউদ্দীন, মো. আলাউদ্দিন, মো. নওশাদ, তৈয়ব আলী, আবদুল আহাদ রিপন, সামিয়াত আমিন জিসান প্রমুখ।