ফুলবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৭:৫১ পিএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৩:০২ পিএম, ১১ অক্টোবর,শুক্রবার,২০২৪
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদত বার্ষিকী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং জাতীয়তাবাদী যুবদল ফুলবাড়ী উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজের হলরুমে যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মান্নান মুকুল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ- সভাপতি লোকমান হোসেন সরকার, সহ- সভাপতি আলতাফ হোসেন প্রামানিক ও সিনিয়র যুগ্ন সম্পাদক প্রভাষক আরাবুর রহমান পাশা। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিমুলবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাঃ সম্পাদক জননেতা ইকবাল হোসেন রুকু। উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের যুগ্ন- আহ্বায়ক মাসুদ রানা, আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাঃ সম্পাদক আয়নাল হক, শিমুলবাড়ী ইউনিয়ন যুবদল নেতা মমিনুল হক, উপজেলা যুবদল সদস্য গোলাম মোস্তফা, সেরাজুল ইসলাম সেরা, যুগ্ন- আহব্বায়ক এরশাদুল হক প্রমূখ।