শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবনি নিয়ে গোহাইল ইউনিয়ন বিএনপির আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:৫৪ এএম, ৬ জুন,রবিবার,২০২১ | আপডেট: ০৯:৫৮ এএম, ১৪ সেপ্টেম্বর,শনিবার,২০২৪
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার বিকেল সাড়ে ৫ টায় গোহাইল হাফেজিয়া মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “কর্মময় জীবনী ও কীর্তি শীষক” আলোচনায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোকছেদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নানের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাকিম মন্ডল। ইউনিয়ন যুবদল নেতা আলাউদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক শাহীন, হারেজ উদ্দিন, আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহসীন আলী, খরনা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হাই সিদ্দিকী রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক কামরুল হাসান মমিন, উপজেলা যুবদলের সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, বিএনপি নেতা বাদশা, মহসিন আলী সাজু, হযরত, আরমান, গোহাইলের বিএনপি নেতা আতাউর, রাজ্জাক, মামুন, লতিফ, কামরুজ, মানিক, লতিফ, কুদ্দুস, জালাল, আইয়ুব, রায়হান, রুহুল আমিন, গোলাম ইয়াছিন যুবদল নেতা আরিফ, স্বেচ্ছাসেবকদল নেতা আইয়ুব আলী, কামরুল, ফাহিদ ছাত্রদল নেতা জিহাদসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিরা।