যে জিয়ার জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্টের জন্ম হতো না - খায়রুল কবির খোকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০১:০২ এএম, ৩ জুন,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৩:৪৯ পিএম, ২৪ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপির’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, ১৯৮১ সালে কতিপয় কিছু সংখ্যক সেনাবাহিনীর হাতে চট্রগ্রাম সার্কিট হাউজে নির্মম ভাবে নিহত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের ওআইসির মহাসচিব এবং তিনি ইরাক ইরানের মতো বৃহৎ শক্তির রাষ্ট্রের যুদ্ধ বিরতি করিয়ে মুসলিম বিশ্বের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীর উত্তম খেতাব প্রাপ্ত এবং যিনি দেশের জন্য স্বশরীরে সক্রিয় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে বীর উত্তম খেতাব অর্জন করেছেন সেই জিয়ার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ বুধবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন।
এসময় ভার্চুয়াল আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী মনোহরদীর সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার, সহ- সভাপতি এড. আবদুল বাছেত ভূঁইয়া, মীর ফজলুর রহমান, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, নরসিংদী জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইকবাল হোসেন, জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক আমিনুল হক বাচ্চু। যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মুকারম ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভি.পি. নাসির, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, ওলামাদলের সভাপতি নরুল ইসলামসহ ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য মাগফেরাত করে দোয়া করা হয়।