শাজাহানপুরে ছাত্রদলের উদ্যোগে জিয়াউর রহমানের কর্মময় “জীবনী ও অমর র্কীতি শীর্ষক” আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:৩৭ পিএম, ২ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২৭ পিএম, ১৭ নভেম্বর,রবিবার,২০২৪
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শাজাহানপুরে উপজেলা ছাত্রদলের ব্যানারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের “কর্মময় জীবনী ও অমর র্কীতি শীষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ জুন) বিকাল ৫ টায় ডেমাজানি হাইস্কুল অডিটোরিয়ামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সদস্য ও শাজাহানপুর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ছোটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও (শাজাহানপুর-গাবতলী) উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোর্শেদ মিল্টন।
উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শাহাদত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বিদ্যুৎ, আবু শাহিন সানি, প্রভাষক মহাতাব হোসেন সন্টু, ইব্রাহীম হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক ইদ্রিস আলী সাকিদার, আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, বিএনপি নেতা এ,টি,এম শহিদুল ইসলাম, খরনা ইউনিয়ন বিএনপির আহবায়ক হাফিজার রহমান কাজল, মাঝিড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক নুরুন্নবী সোনার, আড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোহসীন আলী, সাবেক সিনিয়র যুগ্ম- আহবায়ক রেজাউল মোস্তফা ফরহাদ, বিএনপি নেতা মিজানুর রহমান মতিন কাজী, এ্যাড: গোলাম মোস্তফা মজনু, মাসুদুর রহমান মিঠু, শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা বিএনপির সদস্য মুনজুর মোর্শেদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক রুহুল হাসান রুহিন, পেীর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক পবন সরকার, যুবদল নেতা পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান জিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জোবায়ের হোসেন টোটন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুদ রানা, যুগ্ম-আহবায়ক ইবনে সউদ, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান রিপন, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক পারভেজ হোসেন, গোহাইল ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান, আড়িয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শামীম, মাঝিড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রবিউল, ছাত্রদল নেতা মাহবুব।
প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদ মিল্টন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি ইতিহাস। জিয়াউর রহমানের জন্মই হয়েছিল দেশ ও মানুষের খেদমত করার জন্য। বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানের অবদান কোনদিন ভুলতে পারবে না। জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীদের উর্জ্জীবিত হতে হবে।
আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনাসহ জিয়া পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ।