বগুড়ায় স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জিয়ার শাহাদাৎ দিবসে আলোচনাসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:৫৪ পিএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৭:০২ পিএম, ১ নভেম্বর,শুক্রবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বগুড়া জেলা শাখার উদ্দ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ.বি.এম মাজেদুর রহমান জুয়েল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সরকার মুকুলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক ও বগুড়া সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা গাবতলী ও শাজাহানপুর উপজেলা মাটি ও মানুষের নেতা সাবেক সংসদ সদস্য জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান (সোনাতলা) জনাব এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, কে.এম খায়রুল বাশার, শেখ তাহাউদ্দিন নাইন, বগুড়া জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রাকিবুল ইসলাম শুভ, মাসুদ সরকার কনক, খন্দকার শিমু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিনুর হাসান শাওন, শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হোসেন আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহ আলম জনি, রবিউল ইসলাম রতন, এ্যাড: হাসিবুর রহমান, ফয়সাল রহমান শুভ, সুজন তালুকদার, পারভেজ পশারী নাইচ, শিহাব শাহরিয়ার রাসেল, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ আবু সাইদ, জাহিদ হাসান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল ইসলাম শিপন, আজাদুর রহমান আজাদ, রকিবুল হাসান হিরু, শাহ মোহাম্মাদ কাউছার আলী কলিন্স, রুহুল আমিন, আলফাজুর রহমান স্বপন, আইয়ুব আলী, হাসান আলী, পবন সরকার, সুজা উদ্দিন, লেমন প্রাং, নাসিম সরদার সাদ্দাম, সাদ্দাম আহম্মেদ লিয়ন, মাহবুবুল হক, শফিকুল ইসলাম, বাবু, হক, রাজু সহ ২৪টি ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।