স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার অধীন ৭ টি ইউনিট কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬:১২ পিএম, ১ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৩:০১ পিএম, ২১ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৪
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় সর্বসম্মতি ক্রমে ঢাকা জেলার ৭ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বেচ্ছাসেবক দল ঢাকা জেলার সভাপতি মোঃ আব্দুর রহমান ( বাবুল) এবং সাধারন সম্পাদক নাজমুল হাসান অভি তাদের নিজ জেলার ইউনিট কমিটি সমূহ অনুমোদন করেন।
ঢাকা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১. ধামরাই থানা: আহবায়ক: মো: আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব: মো: সুজন মাহমুদ। যুগ্ম আহবায়ক-১.মো: আতিকুর রহমান (মেম্বার) ২. মো: শহিদুল ইসলাম ৩. ইঞ্জি: শাহিন আহম্দে ভুইয়া শাওন ৪.মোঃ নাসির উদ্দিন পিন্টু ৫. মো: নাছির উদ্দিন ৬. এ্যাড:মোঃ আরিফুর রহমান খান মিশেল ৭. মো: হালিম ৮ মো: নজরুল ইসলাম ৯ মোঃ মহিউদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. ধামরাই পৌর: আহবায়ক: মোঃ মাসুম আহম্মেদ, সদস্য সচিব: মোঃ রাশেদুল ইসলাম রাজু। যুগ্ম আহবায়ক-১.মো: আহাদ মিয়া ২. মোঃ মোফাজ্জল হোসেন টিপু ৩. মোঃ পারভেজ পাঠান ৪. মো: রুবেল খান ৫. মোঃ ইমরান হোসেন ৬. মো:শাকিল আহম্মেদ হিমেল ৭. মো: রাজন আহম্মেদ রুহুল ৮.মীর আকিব আলী সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩. সাভার থানা: আহবায়ক: মোঃ ইমতিয়াজ আহম্মেদ শাহিন, সদস্য সচিব: হাফেজ মো: দেলোয়ার হোসাইন। যুগ্ম আহবায়ক-১.মোঃ আরিফুল হোসেন ঝলক ২ সুমন মজুমদার ৩. মোঃ নুর হোসেন খোকন ৪. মোঃ গোলাম রাব্বানী ৫. আব্দুর রহিম ৬. মোঃ মাসুদ খান সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪. সাভার পৌর: আহবায়ক: এ্যাড.মোঃ মেহেদী হাসান মাসুম, সদস্য সচিব: মোঃ আব্দুল্লাহ হোসেন ইউসুফ। যুগ্ম আহবায়ক-১.মোঃ দেলোয়ার হোসেন মাদবর ২. মোঃ মনিরুল ইসলাম পলাশ ৩. এম এ হানিফ ৪. মোঃ শাহিনুর সিদ্দীকি শাহিন ৫. মোঃ সুমন মিয়া ৬. মোঃ আহসান হাবিব মিল্টন ৭. পাভেরুল ইসলাম রাব্বি ৮ মোঃ মেজবাহ উদ্দিন রোমেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫. কেরানীগঞ্জ মডেল উপজেলা: আহবায়ক: মোঃ ওয়ালীউল্লাহ সেলিম, সদস্য সচিব:মোঃ জহিরুল ইসলাম জুয়েল। যুগ্ম আহবায়ক-১.মোঃ সানোয়ার হোসেন ২. মোঃ মহসিন কবির ৩. মোঃ আশ্রাফ আহম্মেদ মোহন ৪. মোঃ টুটুল চৌধুরী ৫. মোঃ ইসমাঈল সিরাজী ৬. মোঃ আব্দুস সালাম ৭. মোঃ অহিদুল হক খোকা ৮ মোঃ সেলিম ৯. মোঃ জুলহাস মাদবর জ্যাকি সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬. আশুলিয়া থানা: আহবায়ক: এ্যাড. মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব:মোঃ আব্দুল হামিদ। যুগ্ম আহবায়ক-১.আবু হানিফ রানা ২. শওকত হোসেন ৩. মোঃ সিদ্দিকুর রহমান ৪. মোঃ বাবুল হোসেন ৫. মোঃ শফিকুল ইসলাম ৬. নজরুল ইসলাম নানড়বু (ধামসোনা) ৭. মোঃ মাসুদ রানা ( জামগড়া) ৮. সৈয়দ আরিফ হোসেন ৯. মোহাম্মদ তাইজুল ইসলাম রোমান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭. দোহার থানা: আহবায়ক: মোঃ জুলহাস উদ্দিন, সদস্য সচিব:তানভীর রহমান ( নীশু)। যুগ্ম আহবায়ক-১.বিকাশ চন্দ্র সরকার ২. মোঃ ইকবাল হোসেন মুন্সী ৩. মাহাবুর রহমান ( শোভন) ৪. মোঃ বোরহান মিয়া ৫. মোঃ মাখন মাষ্টার ৬. মোঃ ফারুক পতড়বদার ৭. মোঃ রমজান খান ৮. নজরুল ইসলাম রাসেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়।